ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরিদপুরে এবিটির চার জঙ্গী গ্রেফতার ॥ অস্ত্র ও বোমা উদ্ধার

প্রকাশিত: ০৬:০৬, ২৮ আগস্ট ২০১৬

ফরিদপুরে এবিটির চার জঙ্গী গ্রেফতার ॥ অস্ত্র ও বোমা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ আগস্ট ॥ ফরিদপুর থেকে আনসার উল্লাহ বাংলাটিমের (এবিটি) চার জঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা। এ ব্যাপারে অস্ত্র ও বিস্ফোরক আইনে চারটি মামলা হয়েছে। শনিবার দুপুর একটার দিকে ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান তাঁর কার্যালয়ের মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, ফরিদপুরে একটি বড় ধরনের নাশকতা ঘটানোর কাজে লিপ্ত ছিল ওই জঙ্গীরা। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃতরা হলেন ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুর সাত্তার মোল্লার ছেলে নাহিদ মোল্লা ওরফে নাদিম (২০), সদরপুরের চরবিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ আলমনগর গ্রামের নুরু মৃধার ছেলে ফরিদ মৃধা (৩৪), চরবিষ্ণুপুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মহসীন মোল্লা (৩৫) ও কৃষ্ণপুর ইউনিয়নের মুটুকচর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ সহিদুল ইসলাম (৩৫)। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গার লক্ষ্মীপুর হতে গ্রেফতার করা হয় নাহিদ মোল্লা ওরফে নাদিমকে। নাহিদ গত ১৩ এপ্রিল ময়মনসিংহ কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। জিজ্ঞাসাবাদে সে (নাহিদ) নিজেকে আনসার উল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য বলে জানায়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ফরিদ মৃধা, সহিদুল ইসলাম ও মোঃ মহসীন মোল্লাকে সদরপুর ও চরভদ্রাসনে অভিযান চালিয়ে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। ফরিদ মৃধা আনসার উল্লাহ বাংলা টিমের ফরিদপুর অঞ্চলের দলনেতা। তিনি সদস্যদের অস্ত্র চালনা, শারীরিক ও ধর্মীয় বিষয়ক প্রশিক্ষণ দেন। গ্রেফতারকৃতদের তথ্য অনুয়ায়ী চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গায় আসামিদের বাড়ি ও দোকান তল্লাশি করে দুটি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান গংটারগান, ১০টি গুলি, ২২টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম এবং বহু জেহাদী বই উদ্ধার করা হয়। এ ব্যাপারে চরভদ্রাসন ও সদরপুর থানায় অস্ত্র আইনে দুটি এবং সদরপুর ও ভাঙ্গায় বিস্ফোরক আইনে দুটিসহ মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। ফরিদ মৃধার চরভদ্রাসনের লোহারট্যাকের আমিরের সেতু এলাকায় ‘নূর এন্টারপ্রাইজ’ নামে একটি দোকান আছে। সেখানে মোবাইলের ফ্লেক্সিলোড ব্যবসা করা হতো। এছাড়া ওই দোকান ইসলামী বই পড়াশোনা করা হতো। চরভদ্রাসন বাজারে ‘মা ইলেকট্রনিক্স’ নামে মহসীন মোল্লার টেলিভিশন ও ফ্রিজ মেরামতের একটি দোকান আছে। সদরপুর উপজেলা বাজারে ‘আল বাকারা কনফেকশনারি’ নামে মোঃ সহিদুল ইসলামের একটি ফাস্টফুডের দোকান আছে।
×