ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যারা দেশকে ধ্বংস করতে চায় তাদের সঙ্গে ঐক্য নয় ॥ মতিয়া

প্রকাশিত: ০৬:০৪, ২৮ আগস্ট ২০১৬

যারা দেশকে ধ্বংস করতে চায় তাদের সঙ্গে ঐক্য নয় ॥ মতিয়া

রাজুমোস্তাফিজ, কুড়িগ্রাম ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণের মাধ্যমে কৃষি পুনর্বাসন কর্মসূচী উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শনিবার কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এ ধানের চারা বিতরণ করেন কৃষিমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘যারা দেশকে ধ্বংস করতে চায় তাদের সঙ্গে কোন সমঝোতা কিংবা ঐক্য নয়, যেমন বাঘ আর হরিণের সঙ্গে ঐক্য হয় না তেমনি বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ঐক্য হয় না’। তিনি জামায়াত নিষিদ্ধের বিষয়ে বলেন, আইনী প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। আমরা অবৈধভাবে কিছু করি না। সব কিছু আইনের মাধ্যমেই হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নিজেরা আইন মেনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। এর আগে কৃষিমন্ত্রী গত বুধবার কৃষি পুনর্বাসন ও প্রণোদনার আওতায় দেশের ৬৪ জেলার প্রায় ৪ লাখ ১৮ হাজার কৃষককে বিনামূল্যে বীজ, সার, ধানের চারা প্রভৃতি কৃষি উপকরণ প্রদানের কর্মসূচী ঘোষণা করেন। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬ জেলায় ১৭ হাজার ২১১ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে রোপা আমনের চারা ও সবজি বীজ প্রদানের কৃষি পুনর্বাসন কর্মসূচী রয়েছে। এই কর্মসূচীর আওতায় কৃষকদের বিনামূল্যে সার বীজ ও ধানের চারা দেয়া হবে। শনিবার কুড়িগ্রাম সদর উপজেলা চত্বরে ও নাগেশ^রী উপজেলা চত্বরে পৃথক দুটি স্থানে ধানের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কৃষিমন্ত্রী। শনিবার সকালে কৃষিমন্ত্রী নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান মোস্তা। দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণের মাধ্যমে কৃষি পুনর্বাসন কর্মসূচীর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মইনুদ্দিন আব্দুল্লাহ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান নাসিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হামিদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু ম-ল, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার তবারক উল্লাহ্ প্রমুখ। কুড়িগ্রাম কৃষি বিভাগের উপ-পরিচালক মকবুল হোসেন জানান, চলতি বন্যায় জেলায় কম বেশি দেড় লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্য থেকে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৬ হাজার ৬৫০ জন কৃষককে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় আনা হয়েছে। এতে ব্যয় হবে ৯ লাখ ৯২ হাজার টাকা। এর মধ্যে ৩ হাজার কৃষককে ৭ লাখ ৮০ হাজার টাকার শাক-সবজি বীজ এবং ৩১৮ জন কৃষককে ২ লাখ ১২ হাজার টাকার রোপা আমনের চারা বিতরণ করা হবে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শুক্রবার রাত ৯টায় কুড়িগ্রাম সার্কিট হাউসে রংপুর কৃষি অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধীন সকল সংস্থা প্রধানের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীকে কৃষকের পাশে থাকার পরামর্শ দেন। কৃষকরা যেন কোন প্রকার হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। এ সময় তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও পৃথকভাবে মতবিনিময় করেন।
×