ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রবের হুমকি

ঊনসত্তরের মতো গণঅভ্যুত্থান হবে

প্রকাশিত: ০৪:৪২, ২৮ আগস্ট ২০১৬

ঊনসত্তরের মতো গণঅভ্যুত্থান হবে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেছেন, রামপালে কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণের প্রকল্প বাতিল করা না হলে সরকারের বিরুদ্ধে ‘ঊনসত্তর সালের মতো গণঅভ্যুত্থান’ হবে বলে সতর্ক করে দিয়েছেন। শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় সরকারের উদ্দেশে তিনি বলেন, এত প্রেম কেন? রামপালে করতে হবে কেন? শনিবার নাগরিক ঐক্যের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সুন্দরবন রক্ষা কর, পরিবেশ বাঁচাও এবং গ্যাসের দাম বাড়ানো যাবে না’ শীর্ষক এই আলোচনা সভা হয়। নাগরিক ঐক্যের ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম আকরামের সভাপতিত্বে আলোচনা সভায় বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি এ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মওলা রনি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রব বলেন, বাংলাদেশে আর কোথাও জায়গা নেই। আইল্যান্ডে যান, নিঝুম দ্বীপে যান, সেন্টমার্টিনে যান, জায়গার তো অভাব নেই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, রামপালে বিদ্যুত প্রকল্প বন্ধ করতে হবে। এই প্রকল্প রামপাল থেকে সরান। তা না হলে ঊনসত্তরের মতো একটা গণঅভ্যুত্থান হবে সরকার পতনের জন্য। রামপাল আন্দোলনে আপনার সরকার উড়ে যাবে। সাবেক মন্ত্রী আসম আবদুর রব বলেন, ভারতে ২৬ কিলোমিটার দূরে বিদ্যুত কেন্দ্র করার প্রকল্প ছিল, তারা অনুমতি দেয়নি। আর আমাদের এখানে দূরত্ব ১৪ কিলোমিটার। এই বিদ্যুত কেন্দ্র রামপালে হলে সুন্দরবনের বাঘ থাকবে না, হরিণ থাকবে না, পশু-পক্ষী থাকবে না- এটা একটা মরুভূমিতে পরিণত হবে। গাছ-গাছড়া সমস্ত মরে যাবে। সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুত কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে তেল-গ্যাস কমিটির ঘোষিত ২৪ নবেম্বর ‘ঢাকা চলো’ কর্মসূচীর প্রতি একাত্মতা ঘোষণা করে তিনি বলেন, সকলকে অনুরোধ করব, ‘চলো চলো, রামপাল চলো’- এই সেøাগান নিয়ে আমরা কিছুদিনের মধ্যে রামপালে যাত্রা শুরু করব। আমরা দেখি সেখানে আমাদের কিভাবে ঠেকায়? নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার ওপর সরকারের প্রতিহিংসার কথা উল্লেখ করে আসম আবদুর রব বলেন, মান্না আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সেখান থেকে বেরিয়ে এসে নাগরিক ঐক্য করেছেন। সেই প্রতিহিংসায় প্রতিশোধ নিতেই মান্নাকে কারাগারে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আমরা মনে করি, মান্না একটা তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চেয়েছেন সেজন্য সরকার তাকে জেলে ঢুকিয়েছে।
×