ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ লন্ডন যাচ্ছেন

প্রকাশিত: ০৪:৪২, ২৮ আগস্ট ২০১৬

রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ লন্ডন যাচ্ছেন

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সকাল ১০টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে যাবে। যুক্তরাজ্যের মুরফিল্ড আই হসপিটাল ও বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতি আবদুল হামিদের স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে। প্রেস সচিব জানান, আগামী ৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। সেপ্টেম্বর থেকে ১০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার বিশেষ প্রতিনিধি ॥ সেপ্টেম্বরের প্রথম থেকে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করবে সরকার। সারা দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার মাসে ৩০ কেজি করে এই চাল কিনতে পারবে। মোট পাঁচ মাস এই সুবিধা দেয়া হবে। এ ব্যাপারে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জনকণ্ঠকে বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ছিল ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানো। এটি সেই কর্মসূচী বাস্তবায়নের একটি পদক্ষেপ। আমরা দেশের হতদরিদ্র মানুষকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়াতে যাচ্ছি। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নবেম্বর এবং আগামী বছরের মার্চ ও এপ্রিল মাসে হতদরিদ্রদের মধ্যে এই চাল বিক্রি করবে সরকার। এতে প্রতি পরিবার ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবে। এ লক্ষ্যে সারা দেশে ইতোমধ্যে ৫০ লাখ কার্ড বিতরণ করা হয়েছে। ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। প্রতি ৫শ’ পরিবারের জন্য একজন ডিলার নিয়োগ করা হয়েছে। এই চাল বিক্রিতে অনিয়ম প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠন করা হয়েছে জেলা কমিটি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ও এই কাজের মনিটরিং করবে। অধ্যাপক এমএ মান্নান স্মরণে আলোচনা সভা স্টাফ রিপোর্টার ॥ কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সম্পাদকম-লীর সাবেক সদস্য মরহুম আলহাজ অধ্যাপক ডাঃ এম এ মান্নানের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর জাতীয় প্রেসক্লাবে ঢাকার কটিয়াদী সমিতির উদ্যোগ অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট সোহরাব উদ্দিন। এতে অংশ নেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুল ওয়াহাব আইনউদ্দিন, সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ, হামিদুল হক দুলাল ও মরহুমের ছেলে ডাক্তার মাজহারুল মান্নান। তারা সবাই কটিয়াদী ও পাকুন্দিয়ার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে ডাঃ আবদুল মান্নানের অবদান কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন এবং ওই এলাকার উন্নয়ন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
×