ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

থাকছেন না ফেদেরার, উজ্জীবিত নাদাল

প্রকাশিত: ০৪:৪০, ২৮ আগস্ট ২০১৬

থাকছেন না ফেদেরার, উজ্জীবিত নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের শেষ গ্র্যান্ডসøাম। তবে সেই শেষটা ভালভাবে হচ্ছে না সাবেক এক নম্বর ও সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরারের। এবার এই আসরে অংশ নেয়া হচ্ছে না তার ইনজুরির কারণে। তিনি মনে করছেন এবারও গত আসরে চ্যাম্পিয়ন হওয়া বিশ্বের এক নম্বর সার্বিয়ার নোভাক জোকোভিচই ফেবারিট। তবে ফিরছেন আরেক সাবেক বিশ্বসেরা স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ইউএস ওপেন নিয়ে তিনি বেশ উচ্ছ্বাসিত। দারুণ কিছু করতে চান বর্তমানে বিশ্বের ৫ নম্বর এ তারকা। কিছুদিন আগেই বাঁ হাতের কব্জির ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরেছেন নাদাল। এবার অলিম্পিকে অংশ নিয়ে দ্বৈত বিভাগে স্বর্ণপদকও জিতেছেন। এ কারণে বেশ উজ্জীবিত অবস্থায় আছেন এক সময় দীর্ঘদিন র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা এ স্প্যানিশ তারকা। ক্যারিয়ারে সাম্প্রতিক সময়গুলোতে নানাবিধ ইনজুরি সমস্যায় ভুগছেন এ বাঁহাতি টেনিস তারকা। কিন্তু এরপরও খাদ্যাভ্যাসের ক্ষেত্রে বৈজ্ঞানিক যুক্তিতর্ক, ডাক্তারি নির্দেশনার প্রতি তেমন ভ্রƒক্ষেপ নেই তার। অনেক পেশাদার টেনিস খেলোয়াড়ই রুটিন মাফিক জীবনযাপন করলেও সেদিকে মনোযোগ নেই নাদালের। নাদালের সঙ্গে সর্বশেষ স্পন্সর হিসেবে যোগ হয়েছে স্পেনের একটি অলিভ ওয়েল প্রতিষ্ঠান। তার নিত্যদিনের খাবারাদির বিষয়সমূহ এই প্রতিষ্ঠানই করে থাকে। তবে এখন এসব নিয়ে না ভেবে ইউএস ওপেন নিয়েই চিন্তা করছেন তিনি। এ বিষয়ে নাদাল বলেন, ‘আমি খুব ভাল বোধ করছি। ইউএস ওপেনের মতো আর কিছু নেই। এই ক্রীড়াটি অনেক বড় হয়েছে। এখন অনেক স্পন্সর হয়েছে আমাদের। টুর্নামেন্টও আকর্ষণীয় হয়ে উঠেছে। আমার মনে হয় খুব ভাল একটা মুহূর্তে আছি আমরা সবাই।’ তবে এই আসরেও অংশ নেয়া হচ্ছে না ফেদেরারের। এখনও ইনজুরি কাটিয়ে ওঠার লড়াইয়ে আছেন। এ কারণেই থাকছেন না ফেদেরার। সরফরাজের সেঞ্চুরি স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন সরফরাজ আহমেদ। বলতে গেলে অতিথিদের ভরাডুবির লজ্জা থেকে রক্ষা করেছেন ২৯ বছর বয়সী মিডল-অর্ডার ব্যাটসম্যান। সৌজন্যে ১ বল আগে অলআউট পাকিরা ২৫১ রানের সম্মানজনক পুঁজি পায়। শুরুতেই ক্রিস ওকসের বোলিং তোপে মাত্র ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। মনে হচ্ছিল, সহসা গুটিয়ে যাবে আজহার আলির দল। তখনই শোয়েব মালিক আর ইমাদ ওয়াসিমকে নিয়ে ঘুরে দাঁড়ান সরফরাজ। সাজঘরে ফেরার আগে ১৩০ বলে ৬ চারের সাহায্যে করেন ১০৫ রান। ষষ্ঠ উইকেট জুটিতে ইমাদকে নিয়ে মাত্র ১৬ ওভারে ৭৭ রানের মূল্যবান জুটি গড়েন অতিথি টি২০ অধিনায়ক। ৯ বছরের ক্যারিয়ারে ৬১টি ম্যাচে সরফরাজের মাত্র দ্বিতীয় সেঞ্চুরি এটি! ৭০ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৬৩ রানের কার্যকর ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন ইমাদ। অভিজ্ঞ মালিক আউট হন ২৮ রান করে। ইংল্যান্ডের হয়ে পেসার ক্রিস ওকস ও মার্ক উড নেন ৩টি করে উইকেট, ২ শিকার লিয়াম প্লাঙ্কেটের। লেগস্পিনার আদিল রশিদ নিয়েছেন ১ উইকেট। এই সফরেই সিরিজ ড্র করে (২-২) প্রথম বারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে ইতিহাস গড়েছে পাকিস্তান। কিন্তু রঙিন পোশাকে তাদের অবস্থা খুবই নাজুক।
×