ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লীগে ও এএফসি কাপে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ, শেখ রাসেলের নতুন কোচ হবেন মানিক

পদ ছেড়ে মান বাঁচালেন মারুফুল!

প্রকাশিত: ০৪:৩৯, ২৮ আগস্ট ২০১৬

পদ ছেড়ে মান বাঁচালেন মারুফুল!

স্পোর্টস রিপোর্টার ॥ জগতে কোন কিছুই চিরস্থায়ী নয়। আজ যে রাজা, কাল সে প্রজা। কদিন আগেও শেখ রাসেল ক্রীড়া চক্রের দ্রোণাচার্য ছিলেন। আজ তিনি নেই। বলা হয়ে থাকে ফুটবলে অধিনায়ক কেবল নামেই অধিনায়ক, আসলে তিনি খেটে খাওয়া শ্রমিক ছাড়া কিছুই নন! আসল অধিনায়ক যদি কাউকে বলতে হয়, তাহলে তিনি হচ্ছেন কোচ। তার দিক-নির্দেশনায়, পরিচালনায়-পরিকল্পনায় দলের জয় বা ড্র নির্ধারিত হয়। ফুটবল দলকে যদি একটা জাহাজের সঙ্গে তুলনা করা হয়, তাহলে নিঃসন্দেহে সে জাহাজের ক্যাপ্টেন হচ্ছেন কোচ। শিপ ক্যাপ্টেন এবং ফুটবল কোচের মধ্যে আরেকটি মিল আছে। জাহাজডুবি হলে দায়ী করা হয় ক্যাপ্টেনকে, তেমনি দলের ভরাডুবি ঘটলে বা সাফল্য না পেলে বলির পাঁঠা বানানো হয় কোচ মহাশয়কেই! বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ৬ ম্যাচের মধ্যে ৫টিতেই হার এবং এএফসি কাপের প্লে-অফ বাছাইপর্বের বৈতরণী পার না হওয়ার ব্যর্থতার দায় নিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মারুফুল হক। শুক্রবার রাতেই তিনি ভুটান থেকে ফিরেই তার পদত্যাগপত্র জমা দেন ক্লাব কর্তৃপক্ষের কাছে। পদত্যাগ প্রসঙ্গে মারুফুল বলেন, ‘আমি ব্যর্থ হয়েছি। দলকে উজ্জীবিত করতে পারিনি। ফলে দল তার যোগ্যতা অনুয়ায়ী খেলতে পারেনি। কোচ হিসেবে এ দায় আমাকেই নিতে হবে। একজন কোচের জীবনে এ রকম উত্থান পতন থাকেই।’ এদিকে শেখ রাসেলের দায়িত্ব নিচ্ছেন আরেক অভিজ্ঞ কোচ শফিকুল ইসলাম মানিক, যাকে বিপিএল শুরুর আগে গত ১৮ জুলাই বরখাস্ত করেছিল শেখ জামাল ধানম-ি ক্লাব। এর আগে শেখ রাসেল থেকে একবার বরখাস্ত হয়েছিলেন মারুফুল। সেটা ২০১৪ সালে। তারপর ২০১৪ সালে লীগের শেষদিকে ডাক পেয়েছিলেন শেখ জামালের কোচ হিসেবে (প্রথমে দায়িত্ব নেন টেকনিক্যাল এ্যাডভাইজার হিসেবে)। পরের লীগের মাঝপথেই বরখাস্ত হন শেখ জামাল থেকে। যদিও পরে জানা যায় উভয়পক্ষের সমঝোতাতেই সরে দাঁড়ান মারুফুল। ২০০৮ সালে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু মারুফুলের। দুই বছরে ক্লাবটির হয়ে জেতেন দুবার ফেডারেশন কাপ ও একবার সুপার কাপ। প্রিমিয়ার লীগে দল হয় অপরাজিত রানার্সআপ! এরপর ২০১০ সালে চলে যান মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে। লীগে দল হয় রানার্সআপ। ২০১২ সালে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে কিছু জিততে না পারলেও ২০১৩ সালে ঐতিহাসিক ‘ট্রেবল’ (লীগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ) জেতার স্বাদ পান। এর আগে ১৯৮২ সালে মোহামেডান এমন ট্রেবল জয়ের নজির গড়েছিল। চতুর্থ শিরোপাটিও জিততে পারতো রাসেল। কিন্তু সুপার কাপের ফাইনালে টাইব্রেকারে হেরে গেলে আর ইতিহাস গড়তে পারেনি মারুফুলের শেখ রাসেল। ২০১৪ সালে শেখ জামাল ধানম-ির হয়ে ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লীগের শিরোপা জেতার পর ভুটানে গিয়ে জেতেন কিংস কাপের শিরোপা। এরপর জাতীয় দলের কোচের দায়িত্ব পান। তার আসল এ্যাসাইনমেন্ট ছিলÑ সাফ সুজুকি কাপ। বহুল আলোচিত এই আসরে বাংলাদেশকে এক যুগ পর শিরোপা জেতানো দূরে থাক, গ্রুপ পর্বেই বাদ পড়ে মারুফুলের বাংলাদেশ দল। ব্যর্থতার দায়ে তিনি পদত্যাগ করেন এবং দেশবাসীর কাছে ক্ষমাও চান। আসছে আফগানিস্তান স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড আসছে। এ সুখবরের সঙ্গে এবার যুক্ত হলো ইংল্যান্ডের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসছে আফগানিস্তানও। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। এখনও সবকিছু নিশ্চিত নয়। তবে এটুকু সত্যি, ইংল্যান্ড সিরিজের আগে আমরা দুই-তিনটি ওয়ানডে ম্যাচ খেলব।’ বিসিবি সূত্রে জানা গেছে, আফগানিস্তানের সঙ্গেই কথাবার্তা চূড়ান্ত করা হচ্ছে। এ বিষয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘সিরিজের সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করছি। এটা এখনও চূড়ান্ত নয়। তবে আলোচনা চলছে। আমরা আগামী দু’এক দিনের মধ্যেই চূড়ান্ত কওে ফেলতে পারব।’
×