ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘অধিনায়ক’ মিসবাহর সেই স্মৃতি...

প্রকাশিত: ০৪:৩৯, ২৮ আগস্ট ২০১৬

‘অধিনায়ক’ মিসবাহর সেই স্মৃতি...

স্পোর্টস রিপোর্টার ॥ মিসবাহ-উল হক কতটা কঠিন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন, ক্রীড়াপ্রেমী অনেকে তা জানেন। ২০১০ ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টের সেই ফিক্সিং কলঙ্কে দেশটির ক্রিকেট তখন ল-ভ- হওয়ার পথে। সন্ত্রাসবাদ প্রশ্নে তার এক বছর আগে থেকেই আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। অস্ট্রেলিয়ান সাইটে নিজের লেখা ব্লগে সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে তুলে আনা সেনাপতি। তিনি লিখেছেন, ‘পিসিবির সে সময়ের চেয়ারম্যান ইজাজ বাট চেয়েছিলেন, ব্যাপারটা গোপন রাখতে। আলোচনাটা হয়েছিল একজন করণিকের কক্ষে! যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যাপার, আমিও সেটি গোপন রেখেছিলাম। এমনকি পরিবারের কাউকেও জানাইনি।’ মিসবাহর দাবি, বাট নাকি তখন বলেছিলেন, নেতৃত্বের জন্য তাদের হাতে কোন বিকল্প নেই। এই জন্যই প্রস্তাবটা গ্রহণ করেছিলেন তিনি। সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফদের কলঙ্কিত স্পট ফিক্সিং কা-ে পুরো পাকিস্তান ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছিল। সে সময় র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে ছিল তারা। তার আগে ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে পাকিস্তানে বিদেশী দলগুলোর সফর বন্ধ হয়ে যায়। বিদেশ বিভূঁয়ে খেলে গত ছয় বছরে সেই দলটিকে এক নম্বরে তুলে এনেছেন। ৪২ বছরের মিসবাহ তাই উচ্ছ্বাসিত, ‘আমি খুবই খুশি যে কঠিন সময়ে লড়াই করে দেশের মানুষের জন্য দারুণ একটা উদযাপনের মুহূর্ত এনে দিয়েছি। এই সাফল্য অনেকটা বিশ্বকাপ জয়ের মতোই আনন্দের। টেস্টের শীর্ষে যাওয়া মানে পর্বতের শীর্ষে আরোহণ করা। দলে প্রত্যেকক্যে সেটি করতে হয়েছে। এটি পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার।’ ম্যারাডোনার ব্যাখ্যা স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ২৯ বছর বয়সে জাতীয় দলকে বিদায় বলে গোটা বিশ্বকেই ব্যথিত সেইসঙ্গে হতবাক করে দেন লিওনেল মেসি। কিন্তু চিলির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে হারার পরে বিদায়ের যে ঘোষণা দেন তা খুব বেশিদিন স্থায়ী হয়নি। দেড় মাস পার না হতেই আর্জেন্টিনার জার্সিতে ফেরার কথা জানিয়ে দেন এলএম টেন। এরপর মেসির জাতীয় দলে যাওয়া-আসাটাকে সাজানো নাটক বলে মন্তব্য করেন তারই সাবেক কোচ এবং দেশটির কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। কাজের কথা কিংবা বেফাস মন্তব্য করে সবসময়ই আলোচনায় থাকা ম্যারাডোনা এবার মেসির সাময়িকী ‘অবসর’য়ের ব্যাখা খুঁজে বের করেছেন। তিনি বলেন, ‘তিনটি ফাইনালে হারার দুঃখকে যেন আমরা ভুলে যেতে পারি ঠিক তারই মঞ্চ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেন মেসির বিদায়!’ ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে যায় মেসির আর্জেন্টিনা। এরপর গত দুই বছরে টানা দুইবার কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নেয় তারা। কিন্তু দুর্ভাগ্য মেসির! স্বপ্ন-জয়ের খুব কাছাকাছি গিয়েও সঙ্গী হয় স্বপ্ন-ভঙ্গের বেদনা। যা সইতে না পেরেই আর্জেন্টিনার জাতীয় দলকে বিদায় বলে দেন লিওনেল মেসি। কিন্তু দুই সপ্তাহ আগেই ফেরার ঘোষণা দেন বার্সিলোনার এই তারকা ফুটবলার।
×