ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম ম্যাচেই লেভানডস্কির হ্যাটট্রিক, পারফর্মেন্সে সন্তুষ্ট কার্লো আনচেলত্তি

উড়ন্ত শুরু বেয়ার্নের

প্রকাশিত: ০৪:৩৮, ২৮ আগস্ট ২০১৬

উড়ন্ত শুরু বেয়ার্নের

স্পোর্টস রিপোর্টার ॥ পেপ গার্ডিওলার উত্তরসূরি হিসেবে বেয়ার্ন মিউনিখের যাত্রাটা দারুণভাবেই করেছেন কার্লো আনচেলত্তি। শুক্রবার পোল্যান্ডের রবার্ট লেভানডস্কির হ্যাটট্রিকের সৌজন্যে তার দল ৬-০ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে ওয়ের্ডার ব্রেমেনকে। পেপ গার্ডিওয়ালার অধীনেই গত তিন আসরে বুন্দেস লীগার শিরোপার স্বাদ পেয়েছে বেয়ার্ন মিউনিখ। তবে চলতি মৌসুমে আর গার্ডিওয়ালার ফর্মুলায় খেলতে হচ্ছে না বেয়ার্নকে। কেননা জার্মানি ছেড়ে স্প্যানিশ কোচ যে ইতোমধ্যে লন্ডনে পাড়ি জমিয়েছেন। দায়িত্ব নিয়েছেন ম্যানচেস্টার সিটির। তবে গার্র্ডিওয়ালাকে ছাড়া ২০১৬-১৭ মৌসুমে বুন্দেস লীগায় যাত্রাটা চমৎকারই করল বেয়ার্ন। সাবেক গুরুর ফর্মুলাটা হয়তো ভালভাবেই মনে রেখেছেন লেভানডোস্কি। তাই গত আসরে লীগের সর্বোচ্চ গোলদাতা লেভানডোস্কির শুরুটাও হলো দুর্দান্ত। প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের ৯ মিনিটেই বেয়ার্নকে এগিয়ে দেন জাভি এ্যালোনসো। এই গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন লেভানডোস্কি। ম্যাচের ১৩ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। অবশ্য পরবর্তীতে ঐ অর্ধে আর গোলই করতে পারেনি বেয়ার্ন। কারণ নিজেদের দ্রুতই গুছিয়ে নিয়ে বেয়ার্নের আক্রমণগুলো সামাল দেয় ওয়ের্ডার ব্রেমেন। কিন্তু দ্বিতীয়ার্ধে ওয়ের্ডার ব্রেমেনের সেসব প্রতিরোধ পাত্তা পায়নি বেয়ার্নের সামনে। ম্যাচের দ্বিতীয়ভাগে মাঠে বল গড়ানোর ৩৯ সেকেন্ডেই নিজের দ্বিতীয় গোল করে বের্য়ানকে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার লেভানডোস্কি। তার পথ অনুসরণ করে বেয়ার্নকে চতুর্থ গোল এনে দেন ফিলিপ লাম। ৬৬ মিনিটে লামের গোলের পর ৭৩ মিনিটে স্কোরলাইনে নিজের নাম লেখান দলের আরেক তারকা ফ্রাঙ্ক রিবেরি। এর ফলে ৫-০ গোলের লিড নেয় বেয়ার্ন। কিন্তু তারপরও দর্শকদের প্রত্যাশায় ছিল লেভানডোস্কির গোল। কারণ হ্যাটট্রিকের দ্বারপ্রান্তেই যে দাঁড়িয়ে ছিলেন তিনি। শেষ পর্যন্ত ভক্তদের প্রত্যাশা পূরণ করেছেন গত মৌসুমে লা লীগা জয়ের নায়ক। ম্যাচের ৭৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তবে এজন্য কৃতিত্ব দিতে হবে বদলি হিসেবে মাঠে নামা ব্রাজিলের এ্যাটাকিং মিডফিল্ডার রাফিনাকে। ওয়ের্ডার ব্রেমেনের বিপদ সীমানায় পেনাল্টি আদায় করে নেন তিনি। আর সেই পেনাল্টি থেকেই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানডোস্কি। চলতি সপ্তাহে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। গত শুক্রবারই জার্মান কাপের প্রথম রাউন্ডে কার্ল জিস জিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ঐ ম্যাচে বেয়ার্ন ৫-০ গোলে জয় পায়। যেন গত আসরের ফর্মটা চলতি মৌসুমেও ধরে রেখেছেন লেভানডোস্কি। সেই ফর্ম ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। সেইসঙ্গে নতুন মৌসুম ও লীগে আরও গোল করার হুমকিও দিয়ে রাখলেন লেভানডোস্কি। তার মতে, ‘দলের জয়ে প্রধান ভূমিকা রাখতে চাই। আমার আসল কাজ গোল করা। গত আসরে যা গোল করেছি, এবার আরও বেশি গোল করাই আমার লক্ষ্য। লীগ ও অন্যান্য টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হতে চাই।’ আর নিজের প্রথম ম্যাচের পারফর্মেন্স প্রসঙ্গে রবার্ট লেভানডোস্কি বলেন, ‘শুরুটা আমাদের চমৎকার হয়েছে। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা প্রতিটি ম্যাচেই ধরে রাখতে চাই।’ দারুণ জয়ে শুরু করতে পেরে সন্তুষ্ট কার্লো আনচেলত্তিও।
×