ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বার্সার চোখ টানা দ্বিতীয় জয়ে

প্রকাশিত: ০৪:৩৮, ২৮ আগস্ট ২০১৬

বার্সার চোখ টানা দ্বিতীয় জয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ গত দুই মৌসুম ধরেই লা লীগার শিরোপা নিজেদের করে রেখেছে বার্সিলোনা। এবারও শিরোপা ধরে রাখতে মরিয়া কাতালানরা। শুরুটাও করেছে নিজেদের মতোই। লুইস সুয়ারেজের হ্যাটট্রিক ও লিওনেল মেসির জোড়া গোলের সৌজন্যে লা লীগার ২০১৬-১৭ মৌসুমে উড়ন্ত সূচনা করেছে লুইস এনরিকের দল। নিজেদের মাঠ ন্যু’ক্যাম্পে বার্সিলোনা ৬-২ গোলে পরাজিত করেছে রিয়াল বেটিসকে। সেই জয়ের স্বাদ এখনও তরতাজা। টাটকা স্বাদ নিয়েই লা লীগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ খেলতে নামছে কাতালানরা। এবার তাদের সামনে প্রতিপক্ষ এ্যাথলেটিক বিলবাও। দ্বিতীয় ম্যাচেও জয়ের স্বাদ নিতে মরিয়া তারা। এ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় শুরু হবে দুই দলের লড়াই। এ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষেও জয়ের বিকল্প নেই তাদের। ম্যাচের আগেরদিন কাতালানদের কোচ লুইস এনরিকে সরাসরি জানিয়ে দিলেন তা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম ম্যাচে দারুণ খেলেছে ছেলেরা। তবে ডিফেন্স নিয়ে আমাদের আরও সর্তক হতে হবে। যে দু’টি গোল হজম করেছি আমরা, তা প্রত্যাশিত ছিল না। আশা করছি দ্বিতীয় ম্যাচে ডিফেন্স বাজে কোন ভুল করবে না। তবে যাই হোক, জয় নিয়েই মাঠ ছাড়ব আমরা। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়েই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামব আমরা।’ গত সপ্তাহেই বার্সিলোনা ছেড়ে ম্যানেচস্টর সিটিতে পাড়ি জমিয়েছেন দলের সেরা গোলরক্ষক ক্লদিও ব্রাভো। যে কারণে গোলরক্ষক নিয়ে কিছুটা চিন্তিত বার্সার কোচ। তবে ব্রাভোর জায়গায় হল্যান্ডের ক্লাব আয়াক্সের গোলরক্ষক জাসপার চিলিসেনকে দলে ভিড়িয়েছে বার্সা। দুইদিন আগেই ন্যু’ক্যাম্পে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী এই গোলরক্ষক। তবে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই একাদশে থাকবেন কি না তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। এ প্রসঙ্গে লুইস এনরিক বলেন, ‘অল্প সময় হলো দলের সাথে যোগ দিয়েছেন চিলিসেন। এখানকার পরিস্থিতি সম্পর্কে আরও অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে তার। এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারলেই একাদশে দেখা যাবে তাকে। সবকিছুই নির্ভর করছে চিলিসেনের মতামতের ওপর।’ লা লীগায় বার্সিলোনা বড় জয় দিয়ে শুরু করলেও বিপরীত অভিজ্ঞতা হয়েছে এ্যাথলেটিক বিলবাওয়ের। কেননা নিজেদের প্রথম ম্যাচেই যে তারা স্পোর্টিং গিজনের কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট হারিয়ে যাত্রা শুরু করে। তাই হারের স্মৃতি নিয়েই বার্সিলোনার বিপক্ষে খেলতে নামতে হচ্ছে বিলবাওকে। তবে হার দিয়ে যাত্রা শুরুর পর দ্বিতীয় ম্যাচে ভাল করার প্রত্যয় বিলবাওয়ের। এ প্রসঙ্গে বার্সার বিপক্ষে ম্যাচে নামার আগেরদিন সংবাদ সম্মেলনে এ্যাথলেটিক বিলবাওয়ের কোচ আরনেস্টো ভালভার্ডি বলেন, ‘প্রথম ম্যাচে হার দিয়ে লীগের যাত্রা শুরু হয়েছে আমাদের। তবে লড়াই করে হেরেছি। ঐ ম্যাচের পারফর্মেন্স থেকেই ভাল খেলার আত্মবিশ্বাস পাচ্ছি আমরা। বার্সিলোনা দল হিসেবে অনেক শক্তিশালী। তাদের বিপক্ষে ভাল ফল পেতে হলে, অনেক বেশি ইতিবাচক খেলতে হবে আমাদের। তাই ভাল কিছু করার লক্ষ্য নিয়েই খেলতে নামব আমরা।’ লা লীগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা আর এ্যাথলেটিক বিলবাও ছাড়াও আজ মাঠে নামছে আরও ছয়টি দল। গত মৌসুমে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে চতুর্থ স্থানে থেকে লা লীগা শেষ করা ভিয়ারিয়াল খেলবে সেভিয়ার বিপক্ষে। ভিয়ারিয়াল এবার নিজেদের প্রথম ম্যাচেই ড্র করেছে তবে পূর্ণ তিন পয়েন্ট লাভ করেই যাত্রা শুরু করেছে সেভিয়া। আজ দুই দলের লক্ষ্য জিতে পূর্ণ তিন পয়েন্ট লাভ করা। নিজেদের মাঠে লাস পালমাস আতিথ্য দিবে গ্রানাডাকে। আর দিনের অন্য ম্যাচে আলভেস সফরে যাবে স্পোর্টিং গিজন। লা লীগায় শনিবার পর্যন্ত ২ ম্যাচের সমান ১টি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে দেপোর্তিভো লা করুনা। আর তারপরই আছে বার্সা ও রিয়াল মাদ্রিদ। ১টি করে ম্যাচ খেলা এই দুই দলেরই পয়েন্ট সমান ৩। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ।
×