ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ইংল্যান্ড ক্রিকেট দলের আগমন

প্রধানমন্ত্রী বললেন সুসংবাদ

প্রকাশিত: ০৪:৩৬, ২৮ আগস্ট ২০১৬

প্রধানমন্ত্রী বললেন সুসংবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে রামপাল বিদ্যুত কেন্দ্র স্থাপন নিয়ে শনিবার সংবাদ সম্মেলন আয়োজন হয়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ইংল্যান্ড ক্রিকেট দলের আগমনের বিষয়টি টেনে বলেন, ‘ইংল্যান্ড দলের বাংলাদেশে আসা সুসংবাদ।’ শুধু প্রধানমন্ত্রীই নন, দেশের সব ক্রিকেপ্রেমীরাই ইংল্যান্ড ক্রিকেট দলের আগমনে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) সাধুবাদ জানাচ্ছেন। জুলাইয়ে গুলশানের হলি আর্টিজানে যে জঙ্গী হামলা হয়েছে, এরপর যে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে আসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তা যে দূর হয়ে গেছে। ইসিবি সেসব শঙ্কা দূর করে দিয়েছে। তাই স্বস্তিও মিলছে। ক্রিকেটার, কোচরাও ইসিবিকে ধন্যবাদ দিচ্ছে এবং বাংলাদেশে আসার জন্য স্বাগতমও জানাচ্ছেন। ইসিবির সিদ্ধান্ত নেয়ার আগে বাংলাদেশের ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, ‘প্রত্যেকটি খেলোয়াড়ের ক্ষেত্রে আমি বলব, তোমরা আসবা, আমি নিশ্চিত তোমরা এখানে এসে নিশ্চিন্ত মনে ক্রিকেট খেলতে পারবে। অন্যকিছু নিয়ে ভাবার সুযোগ নেই। আশাকরি, খুব ভাল প্রতিদ্বন্দ্বিতা হবে। এই পরিস্থিতিতে আমরা খেললে, আমাদের ভেতর বন্ধুত্ব আরও দৃঢ় হবে।’ এরপর যখন ইসিবি সফর নিয়ে সবুজ সঙ্কেত দিল, মাশরাফি বলেছেন, ‘সকলের দোয়া চাই। ইংল্যান্ডের বিপক্ষে যেন আমরা ভাল করতে পারি।’ মুশফিকুর রহিম বলেছেন, ‘আমরা ইতিবাচক। আমার ধারণা, এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। ধন্যবাদ জানাই ইসিবিকে।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ওপেনার তামিম ইকবাল লিখেছেন, ‘ইংল্যান্ড অনেক বড় স্বাগত পাওয়ার দাবি রাখে। স্বাগতম। ধন্যবাদ।’ জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহেও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘দারুণ একটা খবর শুনে ঘুম ভাঙল। ইংল্যান্ড সিরিজ হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য আনন্দের সময়।’
×