ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বটতলার নাট্যকর্মী নাসিরুদ্দিন নাদিম পদক পেলেন মিজানুর রহমান

প্রকাশিত: ০৪:২৩, ২৮ আগস্ট ২০১৬

বটতলার নাট্যকর্মী নাসিরুদ্দিন নাদিম পদক পেলেন মিজানুর রহমান

স্টাফ রিপোর্টার ॥ ‘নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা শ্রেষ্ঠ নাট্যকর্মী পদক ২০১৬’ পেয়েছেন, বটতলার প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান। শুক্রবার মহিলা সমিতি মিলনায়তনে বটতলার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নাট্যকর্মী মিজানুর রহমানকে এ পদক প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বটতলার সভাপতি অধ্যাপক মেসবাহ কামালের সভাপতিত্বে নাট্যকর্মী মিজানুর রহমানের হাতে ‘নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক ২০১৬’ তুলে দেন লেখিকা সেলিনা হোসেন। তারপর ‘খনা’ নাটকের মঞ্চায়ন হয়। এদিন ‘খনা’ নাটকের ৫৯তম প্রদর্শনী হয়। এর আগে প্রয়াত নাট্যকর্মী নাদিমের প্রতিকৃতিতে প্রদীপ জ্বালিয়ে শুরু হয় অনুষ্ঠান। নাটক শেষে বটতলার নাট্যকর্মীদের সঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সেলিনা হোসেন। ‘নাসিরুদ্দিন নাদিম স্মৃতি পদক ২০১৬’ প্রাপ্ত নাট্যকর্মী মিজানুর রহমান ১৯৬৫ সালের ৪ ডিসেম্বরে ঢাকার রায়েরবাজারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের থিয়েটার অঙ্গনে যুক্ত হয়েছেন ১৯৮৭ সালে। এই দীর্ঘযাত্রায় তিনি উদ্দীপনা ও প্রেরণা যুগিয়েছেন অসংখ্য নাট্যকর্মীকে। নিজে অভিনয় করেছেন পথনাটক, মঞ্চনাটক, উন্নয়ননাট্যে। তিনি কাজ করেছেন সুবচন নাট্য সংসদ ও বটতলায়। সুবচনের দফতর সম্পাদক ও প্রযোজনা সম্পাদক ছিলেন। ২০০৮ সালের ২৭ আগস্ট বটতলার যাত্রার শুরু থেকে নির্বাহী প্রধান ছিলেন সাত বছর। অভিনয় করেছেন ‘বারো ভূতের বজ্জাতি’, ‘জীবন ঘষে আগুন’, ‘চক্র’, ‘রাষ্ট্র বনাম’, ‘তীর্থংকর’, ‘খনা’, ‘দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া’, ‘ধামাইল’, ‘জতুগৃহ’, ‘একজন রুহুল আমিন’সহ আরও অনেক নাটকে। নিরন্তর ভাবনা তার নাটককে ঘিরেই। তার নাট্যজীবন শুভ হোক এই প্রত্যাশা।
×