ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুলশান হামলা নিয়ে চলচ্চিত্রে ঋতুপর্ণা

প্রকাশিত: ০৪:২২, ২৮ আগস্ট ২০১৬

গুলশান হামলা নিয়ে চলচ্চিত্রে ঋতুপর্ণা

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতের আলোচিত শিনা বোরা হত্যাকা অবলম্বনে ‘ডার্ক চকোলেট’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। এবার গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে ভয়াবহ, বর্বরোচিত জঙ্গী হামলা নিয়ে বলিউডে চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করছেন অগ্নিদেব। ‘জিহাদ’ নামে নির্মিতব্য ওই চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এতে আরও অভিনয় করবেন রোহিত রায়, ‘ব্যোমকেশ’ খ্যাত অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট, রাজেশ শর্মা ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। এ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, অপর্ণা চরিত্রটি বেশ জটিল। এ চরিত্রটি আমার কাছে খুবই রহস্যময় একটি চরিত্র বলে মনে হয়েছে। আমি এ ধরনের জটিল চরিত্রে অভিনয় করতে ভালবাসি। পরিচালক অগ্নিদেবের মতে, অপর্ণা চরিত্রটির জন্য ঋতুপর্ণাই পারফেক্ট। এ ধরনের জটিল মনস্তাত্ত্বিক চরিত্র ওর চেয়ে ভাল আর কেউ করতে পারে না। ভারতের এক গণমাধ্যম জানায়, চলচ্চিত্রের কাহিনী গুলশান হামলাকে কেন্দ্র করে হলেও মূলত জঙ্গীবাদের কারণ, বৈশ্বিক প্রেক্ষাপট, জঙ্গী মদদদাতা গোষ্ঠীদের ভূমিকা ইত্যাদি স্পর্শকাতর বিষয়গুলো এ চলচ্চিত্রে উঠে আসবে। তবে গুলশান হামলার ঘটনা দিয়ে চলচ্চিত্রটি শুরু হলেও এতে প্যারিস, ব্রিটেন ও ইউরোপের অন্যান্য জঙ্গী হামলার ঘটনাকেও দেখানো হবে। সিরীয় জঙ্গীগোষ্ঠী আইএসের উত্থানের বিষয়টিও উঠে আসবে এতে। জানা গেছে, চলচ্চিত্রের শুরুই হবে তীব্র গোলাগুলির মধ্যে একটি রেস্টুরেন্টে জঙ্গীদের জিম্মি পরিস্থিতি তৈরি করার দৃশ্য দিয়ে। এর অন্যতম চরিত্র অভিষেক রুপি রোহিত রায়ের চোখের সামনেই জঙ্গীরা মেরে ফেলে তার স্ত্রীকে। এরপর অভিষেক বিয়ে করে অপর্ণাকে। একটি ফরাসী পত্রিকার আলোকচিত্রী হয়ে বসনিয়াতে যেতে হয় তাকে। সেখান গিয়ে নিখোঁজ হয় অভিষেক। পরে অপর্ণা অভিষেকের এক সহকর্মীকে সঙ্গে নিয়ে বের হয় স্বামীকে খুঁজে বের করার অভিযানে।
×