ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় আবারও ‘দ্রোহ প্রেম নারী’

প্রকাশিত: ০৪:২২, ২৮ আগস্ট ২০১৬

শিল্পকলায় আবারও ‘দ্রোহ প্রেম নারী’

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী ৩১ আগস্ট মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের অনন্য প্রযোজনা ‘দ্রোহ প্রেম নারী’। কাজী নজরুল ইসলামের গীতিনাট্য ‘আলেয়া’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন রামিজ রাজু। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন অনন্ত হীরা, নূনা আফরোজ, রামিজ রাজু, শুভেচ্ছা রহমান, তুহিন, সরোয়ার আলম সৈকত, অনিন্দ্য কিশোর, ইষ্টের সুমী, নিজাম, লিটন, রিগ্যান সোহাগ, মনির, জয়নাল আবেদীন, সীমান্ত, বিপ্লব, রাসেল, মামুন, রাজ, লিটু, রিফাত, সুজন, আশা, ঊষা, সুজয় প্রমুখ। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, পোশাক পরিকল্পনা নূনা আফরোজ এবং সঙ্গীত ও কোরিওগ্রাফি পরিকল্পনা রামিজ রাজু। রবীন্দ্রনাথ কিংবা নজরুলের নাটকের ক্ষেত্রে বাচিক দিকেই যে কোন নির্দেশকের অতি সচেতনতা কাজ করে। গান ব্যবহারের ক্ষেত্রেও নির্দেশকের শৈল্পিক মননের পরিস্ফুটন ঘটেছে। এ নাটকে নজরুলের বেশকিছু গান রয়েছে। গানকে সংলাপে রূপান্তরিত করা হয়েছে এবং নাটকের কোরিওগ্রাফি আলাদাভাবে দর্শকদের দৃষ্টি কাড়ে। নাটকে তুলে ধরা হয়েছে নারী হৃদয় এক কুয়াশাচ্ছন্ন আবাসভূমির মতো। দূর থেকে একে বোঝা দায়। পুরুষের কামনা-বাসনাচিত্তেও থাকে এক চিত্রিত নারী। নর-নারীর এই ক্ষণে ক্ষণে মনস্তাত্ত্বিক পরিবর্তনশীলতা মানবগোত্রকে আবদ্ধ করেছে এক রহস্যজালে। সেই মনস্তত্ত্বই জন্ম নিয়েছে দ্রোহ, প্রেম ও রহস্যময়ী নারী। এই পৃথিবীতে প্রেম-ভালবাসা আলেয়ার আলো। সিক্ত হৃদয়ের জলাভূমিতে এর জন্ম। ভ্রান্ত পথিককে পথ থেকে পথান্তরে নিয়ে যাওয়াই এর ধর্ম। দুঃখী মানব এরই লেলিহান শিখায় পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ে। নারীর হৃদয় তাদের ভালবাসা কুহেলিকাময়। এও এক আলেয়া। এ যে কখন কাকে পথ ভোলায়, কখন কাকে চায় তা চির রহস্যময়। পুরুষও তেমনি হৃদয় থেকে হৃদয়ান্তরে তার সঙ্গীকে খুঁজে ফেরে। ভালবাসা ও প্রেরণা ছাড়া মানুষ কোন শক্তিকেই জয় করতে পারে না। তাই এর অবমাননা প্রতিঘাতরূপে ফিরে আসে নিজের ভাগ্যে। এ নিয়েই এই নাট্য ‘দ্রোহ প্রেম নারী’।
×