ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২১, ২৮ আগস্ট ২০১৬

টুকরো খবর

ভালুকায় গ্রেফতার ৪ নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৭ আগস্ট ॥ মডেল থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্ট, জি আর, বিদ্যুতের মামলা ও সাজাপ্রাপ্ত ইসমাইলসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে। এরা হলো নাহিদ, নুরুজ্জামান, আপেল, রাজ্জাক, শহিদ, আবুল হোসেন, খালেক, নজরুল, ফাইজুল, তাসলিমা, রমিজা, মহন, সাইফুল, শামসুল, মান্নান, মোস্তফা, শফিকুল, আলাউদ্দিন, বিল্লাল, রমজান, শাহিন, মকবুল, নেভী, আজিজুল, মফিজ, সমলা, শরাফত, ও মনির প্রমুখ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নদীতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৭ আগস্ট ॥ সাভার থেকে ধামরাইয়ে খালার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে ডুবে শিমু আক্তার (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার পিতার নাম আব্দুল কুদ্দুস। সে সাভারের লালটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিল। জানা গেছে, সে বংশী নদীতে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে ডুবুরি দল এসে কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে রাতে শিমুর মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ছাঁটাই ॥ পোশাক কারখানা বন্ধ নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৭ আগস্ট ॥ আশুলিয়ায় একটি পোশাক কারখানার প্রোডাকশন ম্যানেজারকে (পিএম) ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের আন্দোলনের হুমকির মুখে একটি পোশাক কারখানা ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। শনিবার সকালে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকায় বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমানের মালিকানাধীন ‘বান্দু ডিজাইন লিমিটেড’ নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই কারখানায় তিন হাজারের মতো শ্রমিক কর্মরত রয়েছে। গত কয়েকদিন আগে কয়েকজন পুরাতন শ্রমিককে ছাঁটাই করার উদ্যোগ নেয় কারখানা কর্তৃপক্ষ। কিন্তু এর প্রতিবাদ করেন কারখানার পিএম সোহেল মিয়া। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার পিএম সোহেলকে কারখানা কর্তৃপক্ষ ছাঁটাই করে। এর প্রতিবাদে শ্রমিকরা কারখানার ভেতরে আন্দোলন শুরু করলে মালিকপক্ষ কারখানা শনিবার থেকে ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করে। বরিশালে যুবদল নেতার হামলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট পূর্বপাড় বাসস্ট্যান্ড মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে যুবলীগ নেতারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ লুটপাট করেছে যুবদল নেতা ও তার সহযোগীরা। এ ঘটনায় শনিবার সকালে থানায় মামলা দায়ের হয়েছে। যুবলীগ নেতা জুয়েল তালুকদার জানান, মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর বাকাল ইউনিয়ন যুবদলের সভাপতি লুৎফর রহমান তালুকদার ও সাংগঠনিক সম্পাদক কালাম তালুকদারের সঙ্গে তার ভাই রাজিবুল ইসলামের বাগ্বিত-া হয়। এ ঘটনার জের ধরে ওইদিন সন্ধ্যার পর ওই যুবদল নেতা ও তার সহযোগীরা তালুকদার এন্টারপ্রাইজে হামলা চালিয়ে ভাঙচুরসহ নগদ এক লাখ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঠাকুরগাঁওয়ে দুই কসাই আটক নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৭ আগস্ট ॥ রুহিয়া পোস্ট অফিসের সামনে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির সময় ঘনিবিষ্ণুপুর গ্রামের সিরাজুল ইসলাম ও ভাদেল নামে দুই কসাইকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কসাই শনিবার সকাল ৯টায় স্বাস্ব্য পরীক্ষা ছাড়াই অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি শুরু করে। এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলেন, গরুটি মৃত ছিল। আবার অনেকে জানান, গরুটিকে কুকুরে কামড়েছে। তবে ঘনিবিষ্ণুপুর গ্রামের শিল্পী বলেন, গরুটির অন্য কোন সমস্যা ছিল না, শুধু পেটটি ফাঁপা ছিল। এলাকাবাসী প্রাণীসম্পদ অধিদফতর ও স্যানেটারি ইন্সপেক্টরের গাফিলতির কারণে এমনটি হচ্ছে বলে অভিযোগ করেন। ওসিসহ ৪ পুলিশ পুরস্কৃত নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৭ আগস্ট ॥ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাহসিকতা, দক্ষতা ও বিশেষ অবদান রাখায় শেরপুরের ডিবির ওসি মাহফুজার রহমানসহ ৪ জন পেয়েছেন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার। শনিবার সকালে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম তার হলরুমে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক মূল্যায়ন সভায় ওই পুরস্কার তুলে দেন। ওই সময় অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস আলী ভূইয়া, শেরপুরের পুলিশ সুপার মোঃ মেহেদুল করিমসহ ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত অন্য ৩ জন হচ্ছেন ডিএসবি কনস্টেবল শাকিল রানা, শ্রীবরদী থানার কনস্টেবল দেলোয়ার হোসেন ও নালিতাবাড়ীর রামচন্দ্রকোনা ইউনিয়নের দফাদার কৃষ্ণ রবিদাস। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার জানান, গত জুলাই মাসে স্ব-স্ব ক্ষেত্রে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাহসিকতা, দক্ষতা ও ক্ষেত্রমতে বিশেষ অবদান রাখায় ওই ৪ জনের হাতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেয়া হয়েছে। সেটেলমেন্ট সার্ভেয়ার সমিতির আঞ্চলিক সমাবেশ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ আগস্ট ॥ বাংলাদেশ সেটেলমেন্ট সার্ভেয়ার সমিতির (বিএসএসএস) ‘কুমিল্লা-নোয়াখালী-সিলেট’ জোনের সমন্বয়ে কুমিল্লায় আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি মোস্তফা জামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল আমিন শিকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, আইডিএসবির মহাসচিব আতিকুর রহমান, কুমিল্লা সার্ভেয়ারস ক্লাবের সভাপতি মিয়া রুহুল আমিন, মাঈনুল হক চৌধুরী দুলাল, সার্ভেয়ার সমিতি-কুমিল্লার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহেম্মদ খান প্রমুখ। শিক্ষকের মুক্তি দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক এসএম হাসানুর রহমান জুয়েলের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য দেনÑ পৌর কাউন্সিলর শাহ নেওয়াজ মোল্লা দোলন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহ্সানুল করিম, আবুবকর সিদ্দিক প্রমুখ। সিলেটে মাদ্রাসাছাত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নিখোঁজের দশ দিন পর ফুজায়েল আহমদ (১৬) নামের এক মাদ্রাসাছাত্রকে জাফলং থেকে উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার রাতে এক অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। র‌্যাব-৯-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহপরাণ থানার হাতুড়া গ্রামের ইসলাহুল মুসলিমিন মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ফুজায়েল গত ১৬ আগস্ট নিখোঁজ হয়। সে জানিয়েছে, নিখোঁজের দিন সকালে কে বা কারা তার মুখ-হাত বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ফুজায়েল সিলেট জেলার কানাইঘাট উপজেলার ডাকনাইল দক্ষিণ গ্রামের ইসরাক আলীর ছেলে। বিদ্যুতের তারে জড়িয়ে একজনের মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলার খামার গাড়াগ্রামে পল্লী বিদ্যুতের ছিঁড়েপড়া তারে জড়িয়ে আহতদের মধ্যে মোছাহাব উদ্দিন (৫৮) নামের আরও একজন মারা গেছে। শনিবার সকাল সাড়ে ৬টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৭ দিনের মাথায় তার মৃত্যু হলো। নিহত ব্যক্তি উক্ত গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে। এ নিয়ে উক্ত ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু হলো। বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছে আরও ৭ জন। ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৭ আগস্ট ॥ হাসনাবাদে একটি বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ডাকাতরা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক ব্যবসায়ী আলিম উদ্দিন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আলিম উদ্দিনের স্ত্রী জোসনা আক্তার জানান, রাত ৩টার দিকে মুখোশধারী ৫ ডাকাত বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ছেলে মেয়েসহ আমাদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। কলেজ সরকারীকরণ দাবি সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ, ঢাকা, ২৭ আগস্ট ॥ দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ সরকারীকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক পরিষদ। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপস নন্দী কুমার। এ সময় তিনি বলেন, একটি কলেজকে সরকারীকরণের জন্য যেসব শর্ত থাকা প্রয়োজন সেগুলো থাকা সত্ত্বেও দোহার প্রাচীনতম এই বিদ্যাপীঠটি সরকারীকরণের তালিকা থেকে বাদ পড়ায় উপজেলার সব শ্রেণীর পেশার মানুষ হতাশ হয়েছে। দুই গরুচোরকে গণপিটুনি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটে দিনে-রাতে গরু চুরির হিড়িক পড়েছে। শনিবার প্রকাশ্যে কৃষকদের গরু চুরি করে পালাবার সময় ২টি গরু ও পিকাপ-সহ আন্তঃজেলা গরুচোর চক্রের তিন সদস্যকে হাতে নাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। চুরি রোধ করতে এলাকার সাধারণ কৃষকরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তারা রাত জেগে পাহারা দিচ্ছেন। শিকল দিয়ে গোয়ালে গরু বেঁধে রাখছেন। বর্জ্য ব্যবস্থাপনায় চসিককে ২০ একর জমি বরাদ্দ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর ল্যান্ড ফিল্ড নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ২০ একর জমি বরাদ্দ দেয়া হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসন সরকারী খাস জমি থেকে এ বরাদ্দ দিচ্ছে। এ সংক্রান্তে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সভায় মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন, চসিকের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসকসহ (ভূমি) সরকারী বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আরবান পাবলিক এ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ প্রকল্পের অধীনে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এদিকে, দুপুরে নগর ভবনে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি মেয়রের সঙ্গে সাক্ষাত করে। সমিতির নেতৃবৃন্দ মেয়রকে জানান, বর্তমানে বাংলাদেশে বিনামূল্যে যক্ষ্মার চিকিৎসা দেয়া হয়। সরকারী কার্যকর পদক্ষেপের ফলে যক্ষ্মা রোগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এ প্রসঙ্গে মেয়র জানান, বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু সত্তর বছরেরও বেশি। মেয়র সমিতির কার্যক্রমের প্রশংসা করেন। মতবিনিময়কালে অংশ নেনÑ সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরী, সাধারণ সম্পাদক এমএ সবুর, এএফএম এনামুল কবির, শাহজাহান সুফী, নোমান আল মাহমুদ প্রমুখ। অপরদিকে, দুপুরে মুসলিম এডুকেশন সোসাইটির উদ্যোগে খান বাহাদুর আবদুল আজিজ মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রকৌশল কলেজ ও স্কুল পর্যায়ে ২৪ শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চউক চেয়ারম্যান আবদুস ছালাম, বিশেষ অতিথি ছিলেন পিএইচপি চেয়ারম্যান সুফী মিজানুর রহমান। সান্তাহার রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৭ আগস্ট ॥ বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে ভূ-সম্পদ বিভাগ। শনিবার সকাল থেকে সারাদিন এই অভিযান চলে। উচ্ছেদ অভিযানে রেলওয়ে ভূ-সম্পদ বিভাগ, জিআরপি থানা পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ সান্তাহার রেলওয়ে বিভিন্ন প্রকৌশলী বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা হাফিজুর রহমান। এ সময় সান্তাহার রেলগেট লেভেল ক্রসিং) এবং স্টেশনের পশ্চিম পাশে থাকা প্রায় দুই শতাধিক অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সান্তাহার জংশন স্টেশনের স্টেশন মাস্টার বলেন, স্টেশন আশপাশ এলাকায় একের পর এক অবৈধ দোকান গড়ে ওঠায় একদিকে ট্রেন চলাচলে বিঘœ ঘটে অন্যদিকে নানা ধরনের মাদক কেনা-বেচাসহ অসামাজিক কার্যকলাপ ঘটে। রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা হাফিজুর রহমান রেলওয়ের ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সকর প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন। মাদক বিক্রেতা রহিমা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৭ আগস্ট ॥ বগুড়ার সান্তাহার পৌর শহরের চাবাগান মহল্লায় র‌্যাবের মাদকবিরোধী দল অভিযান চালিয়ে ফেনসিডিল, হেরোইন, এ্যাম্পল, ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মহিলা মাদক বিক্রেতাসহ দুজনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে জয়পুরহাটের র‌্যাব ক্যাম্প-৫ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, র‌্যাবের মাদকবিরোধী দল শনিবার সকালে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন চা-বাগান মহল্লার নজরুল ইসলাম নজুর স্ত্রী রহিমা বেগমের বাড়িতে তল্লাশি করে শতাধিক বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, ৭০৬টি নেশা জাতীয় ইনজেকশন (এ্যাম্পল), ৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করে এবং মাদক বিক্রেতা রহিমা ও একই মহল্লার বাসিন্দা মিরাজুল ইসলামকে গ্রেফতার করে। মিরাজুলের নিকট থেকে ৩৮ গ্রাম হেরোইন ও ৪৯০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পুরস্কার বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১নং চন্দনধূল ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার দুপুরে স্মরণ সভা হয়েছে। চন্দনধূল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ স্মরণ সভায় বক্তব্য রাখেনÑ সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মৃধা, উপজেলা কৃষক লীগ সভাপতি দীন মোহাম্মদ লালু, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টু, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম চৌধুরী বাবু। চট্টগ্রামে দুই ডাকাত আটক ॥ অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দুটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ধারালো অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। পাঁচলাইশ থানাধীন মোহরার ব্রাহ্মণপাড়া এলাকায় শুক্রবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, ওই এলাকার রেললাইনের উত্তর পাশে থাকা মাহবুবের কলোনিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় সিএমপির তালিকাভুক্ত ডাকাত দলের সদস্য সাত্তার সাহা প্রকাশ ডিপজল ও খোরশেদ আলম। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি ওয়ান শূটারগান, দুটি বন্দুকের কার্তুজ, একটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। কাহালুতে ডাকাতি ॥ নৈশ প্রহরী খুন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শুক্রবার রাতে বগুড়ার কাহালু উপজেলার মুরইল এলাকায় এ রহমান নামে একটি মেটাল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ডাকাতি হয়েছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় আব্দুল জব্বার (৫৫) নামে এক নৈশপ্রহরী খুন হন। ডাকাতরা সেখান থেকে কয়েক লাখ টাকা মূল্যের ১১টি পাম্প, ওয়েল্ডিং মেশিনসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এ ঘটনায় আব্দুল মান্নান (৫৫) নামে অপর এক নৈশপ্রহরী আহত হন। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নৈশপ্রহরীর লাশ ও আহত নৈশপ্রহরীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। বাল্যবিবাহের অপরাধে দুই জনের জেল স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বাল্যবিয়ে দেয়ার অপরাধে ফুলবাড়ী উপজেলায় বর-কনের স্বজনের এক মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলার নওদাবশ গ্রামের আজিমুদ্দিনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে হানা দেয় প্রশাসন। এ সময় বর-কন্যা ও বিয়ের অনুষ্ঠানের স্বজনরা পালিয়ে গেলেও আটক হন দুইজন। পরে মেয়ের মামা রিয়াজুল ইসলাম ও বরের ফুপা নুর ইসলামকে এক মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও ম্যাজিস্ট্রেট নবী নেওয়াজ।
×