ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনা মেডিক্যালে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

প্রকাশিত: ০৪:১৯, ২৮ আগস্ট ২০১৬

খুলনা মেডিক্যালে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মেডিক্যাল কলেজে (খুমেক) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুঃখজনক এ ঘটনার মধ্যে পড়েন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নবনির্মিত সিসিইউ ভবন পরিদর্শনে আগত প্রধানমন্ত্রীর একান্ত সচিব নমিতা হালদারসহ অন্য কর্মকর্তারা। পুলিশ প্রহরায় তাদের নিরাপদে পৌঁছে দেয়া হয়। পরে পুলিশ, র‌্যাব ও ছাত্রলীগের মহানগর নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। জানা যায়, খুলনা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সাইফুল্লাহ মানসুর গ্রুপের কয়েকজন কর্মী শনিবার সকাল ১০টার দিকে কলেজের ক্যান্টিনে গেলে প্রতিপক্ষ সাধারণ সম্পাদক সাইদুর রহমান টিটু-ওবায়দুর রহমান গ্রুপের কর্মীরা তাদের মারপিট করে। এ সময় সাইফুল্লাহ গ্রুপের এনামুল, আকাশ, কামরুজ্জামান ও রাজিবিল্লাহসহ পাঁচজন আহত হয়। সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সাইফুল্লাহ গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোটা, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ কলেজ ক্যাম্পাসসহ হাসপাতাল এলাকায় ছড়িয়ে পড়ে। এতে হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজন এবং স্থানীয়দের মধ্যে ভীতি-আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় হাসপাতালের নবনির্মিত সিসিইউ ভবন পরিদর্শন করছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব নমিতা হালদারসহ অন্য কর্মকর্তারা। চাঁদা দাবি, প্রতিবাদে বাঘাবাড়ী থেকে জ্বালানি সরবরাহ বন্ধ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশের খালকুলায় সমবায় ফিলিং স্টেশনে স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা দাবির প্রতিবাদে শাহজাদপুরের বাঘাবাড়ী ডিপো থেকে উত্তরবঙ্গে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। এ ঘটনায় শনিবার সকাল থেকে তারা বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করেন। পরে অবশ্য সড়ক অবরোধ তুলে নেয়া হয়েছে। উত্তরবঙ্গ ট্যাঙ্ক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আলী শেখ জানান, তাড়াশের খালকুলায় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ফিলিং স্টেশনে নির্মাণ করা হয়। গত দুই দিন আগে এই ফিলিং স্টেশনটি উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধন হতে না হতেই স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছিল। উদ্বোধনের আগেও তারা হুমকিধমকি দিয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করেও কাজ না হওয়ার কারণে ইউনিয়ন সিদ্ধান্ত নিয়ে শনিবার সকাল থেকে গণতান্ত্রিক পন্থায় বাঘাবাড়ী ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয়া হয়। পরে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। তবে প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। যমুনা ওয়েল কোম্পানির বাঘাবাড়ী ডিপোর ইনচার্জ আব্দুল মজিদ খান জানান, প্রতিদিন বাঘাবাড়ী ডিপো থেকে সরকারী পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল কোম্পানির ১৮-১৯ লাখ লিটার জ্বালানি তেল উত্তরবঙ্গসহ টাঙ্গাইল ও জামালপুরে সরবরাহ হলেও সকাল থেকে ট্যাঙ্ক-লরি শ্রমিকদের অবরোধ কর্মসূচী অব্যাহত থাকায় তা বন্ধ রয়েছে। ‘ভূত’ আতঙ্কে অসুস্থ শতাধিক পোশাক শ্রমিক! নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৭ আগস্ট ॥ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতরে ‘ভূত’ আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে শতাধিক শ্রমিক। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে আশুলিয়া থানার নরসিংহপুর এলাকায় ‘ডেকো ডিজাইন লিমিটেড’ নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই পোশাক কারখানায় প্রায় ছয় হাজার শ্রমিক কর্মরত। এদিন দুপুরের দিকে কয়েক শ্রমিক বাথরুমে গেলে ‘ভূত’ আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। পরে ছয়তলা এ পোশাক কারখানার প্রতিটি ফ্লোরে ‘ভূত’ আতঙ্কে শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।
×