ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতাসহ তিন খুন ॥ অন্যত্র পাঁচ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৮, ২৮ আগস্ট ২০১৬

বিএনপি নেতাসহ তিন খুন ॥ অন্যত্র পাঁচ লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ খুলনায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সলঙ্গায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে নিহত হয়েছে বড় ভাই। গাইবান্ধায় শ্বশুর-শাশুড়ি-ভাসুর ননদ মিলে পিটিয়ে হত্যা করেছে গৃহবধূকে। এছাড়া অন্যত্র পুলিশ উদ্ধার করেছে পাঁচ লাশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : খুলনা ॥ ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম ফকির (৪০) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার রাতে মৎস্য ঘেরে যাওয়ার পথে নিজ বাড়ির কাছেই তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করা হয়। শনিবার ভোরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হাবিবুর ওরফে কালা হাবিবসহ তিনজনকে আটক করেছে। সিরাজগঞ্জ ॥ গাছের পাতা কুড়ানোর ঘটনাকে কেন্দ্র করে সলঙ্গা থানার রয়হাটি গ্রামে ছোট ভাই আক্তার হোসেন মেম্বারের লাঠির আঘাতে বড় ভাই শামছুল হকের (৪৫) নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর থেকে ছোট ভাই আক্তার হোসেন মেম্বর পলাতক রয়েছে। সলঙ্গা থানার পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে শামছুল হকের স্ত্রীর সঙ্গে ছোট ভাই আক্তার হোসেন মেম্বারের স্ত্রীর ঝগড়া হয়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে বড় ভাইকে লাঠি দিয়ে আঘাত করে। গাইবান্ধা ॥ সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ধনারূহা ফকিরপাড়া গ্রামের সুলতানা বেগমকে (২৭) পিটিয়ে হত্যা করেছে শ্বশুর-শাশুড়ি, ভাসুর ও ননদেরা। শুক্রবার রাতে তাকে পিটিয়ে হত্যা করার পর লাশ ফাঁস দিয়ে ঝুলানোর চেষ্টা করে। পরে বিষয়টি প্রতিবেশীরা জানতে পারলে লাশ ফেলে রেখে সবাই বাড়ি থেকে পালিয়ে যায়। জানা গেছে, সুলতানার স্বামী সফি মিয়া রাজমিস্ত্রির কাজে ঢাকায় থাকত। কিন্তু বাড়িতে শ্বশুর জিয়ার হক-শাশুড়ি এবং ভাসুর জামরুল গৃহবধূ সুলতানা বেগমকে পছন্দ করত না। স্বামীর অনুপস্থিতিতে প্রায়ই তার সঙ্গে কারণে-অকারণে ঝগড়া বিবাদ করা হতো। এর জের ধরে শুক্রবার রাতে শ্বশুর বাড়ির লোকজন সুলতানাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করে। সুলতানার ৫ ও ২ বছরের পুত্র সন্তান রয়েছে। বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রাম থেকে শনিবার সকালে পুলিশ নিতাই ওরফে বুলু (২০) হালদারের লাশ উদ্ধার করেছে। সে ওই গ্রামের নির্মল হালদারের ছেলে। অপরদিকে শুক্রবার সন্ধ্যায় নিখোঁজের একদিন পর পয়সারহাট নদীর পশ্চিম বাগধা এলাকার চরে থেকে সুশিলা বৈরাগীর (৭৫) লাশ উদ্ধার করা হয়। সুশিলা দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের বিশ্বনাথ বৈরাগীর স্ত্রী। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রহস্যজনকভাবে সুশিলা বৈরাগী নিখোঁজ হয়। শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা পশ্চিম বাগধা এলাকায় লিয়াকতের খেয়াঘাটের উত্তর চরে সুশিলার লাশ দেখতে পায়। এছাড়া নিতাই ওরফে বুলু হালদারের লাশ বাড়ির পাশের গাব গাছে ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সীতাকু- (চট্টগ্রাম) ॥ সীতাকু- রেলওয়ে স্টেশন প্লাটফর্ম থেকে অজ্ঞাত (৭৫) লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। শনিবার সকালে স্টেশন পূর্ব প্লাটফর্ম থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, সকালে ধুতি পরিহিত বৃদ্ধার লাশ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি স্টেশন মাস্টারকে জানালে উনি রেলওয়ে জিআরপি পুলিশকে অবহিত করে। সাভার ॥ শনিবার দুপুরে পুলিশ সাভারের কাউন্দিয়া ইউনিয়নের ঘাসেরদিয়া এলাকা থেকে নুর মোহাম্মদের (৭০) লাশ উদ্ধার করে। জানা গেছে, শুক্রবার রাতে নুর মোহাম্মদ নিজ বাড়ির পাশ থেকে নিখোঁজ হন। শনিবার সকালে ঘাসেরদিয়া এলাকায় তার লাশ দেখতে পায় প্রতিবেশীরা। কুষ্টিয়া ॥ আলেয়া বেগমের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শহরের রেনউইক বাঁধ এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত আলেয়া শহরের জিকে ঘাট এলাকার বাসিন্দা। জানা যায়, শুক্রবার সকালে আলেয়া বেগম পাতা কুড়াতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয়রা ওই এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
×