ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুহিতুল ইসলাম স্মরণে যশোরে শোকসভা

প্রকাশিত: ০৪:১৭, ২৮ আগস্ট ২০১৬

মুহিতুল ইসলাম স্মরণে যশোরে শোকসভা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী এএফএম মুহিতুল ইসলাম স্মরণে শনিবার বিকেলে শোকসভা করেছে জেলা আওয়ামী লীগ। শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে এ শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও দফতর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপুর পরিচালনায় শোকসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম এমপি প্রমুখ। বখাটের হামলায় মা-মেয়ে আহত নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, নোয়াখালী, ২৭ আগস্ট ॥ মেয়ে কলেজ থেকে আসার সময় উত্ত্যক্ত করেছে শুনে মা প্রতিবাদ করায় মা ও মেয়ের ওপর হামলা করে বখাটেরা। আহত অবস্থায় মা ও মেয়েকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে শনিবার বিকেলে দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব সোনাদিয়া গ্রামে। জানা যায়, প্রবাসী আদাব হোসেনের মেয়ে রিফাত আরা নিশিয়া কলেজে যাওয়া আসার সময় প্রায় উত্ত্যক্ত করে বখাটেরা। প্রতিদিনের ন্যায় শনিবারও নিশিয়া উপজেলা সদর ওছখালীতে অবস্থিত হাতিয়া দ্বীপ সরকারী কলেজ থেকে আসার সময় বাড়ির পাশে বখাটেরা তার গতিরোধ করে। খবর পেয়ে তার মা মাহমুদা বেগম ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় তার মা প্রতিবাদ করলে বখাটে আব্দুল হালিমের ছেলে আব্দুর রহমানসহ কয়েকজন মা ও মেয়ের ওপর হামলা করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এসে মা ও মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। দেয়াল পত্রিকা প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৭ আগস্ট ॥ মাগুরায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দেয়াল পত্রিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলার সিংড়া তিলখড়ি হাইস্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৬টি বিদ্যালয় অংশগ্রহণ করে। স্বরসতি স্কুল এ্যান্ড কলেজ প্রথম, আমিয়ান স্কুল দ্বিতীয় এবং সিংড়া তিলখড়ি হাইস্কুল তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতায় শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিনামূল্যে গাছের চারা বিতরণ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৭ আগস্ট ॥ পাকুন্দিয়া উপজেলার ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাড়ে ৩শ’ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে দর্পণ সাংস্কৃতিক সংঘের উদ্যোগে স্থানীয় আহুতিয়া বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রো সার্ভিস সেন্টারের উপ-পরিচালক প্রিয়তোষ রায়। সংগঠনের সভাপতি জিয়াউল বাতেন সভাপতিত্ব করেন।
×