ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ০৪:১৬, ২৮ আগস্ট ২০১৬

গাজীপুরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে দুই সন্তানের জননী গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম সুমা আক্তার লাকী (৩০)। তিনি ভাওয়াল মির্জাপুর এলাকার মোদি দোকানদার রুবেল হোসেনের স্ত্রী। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী রুবেল হোসেন ও শ্বশুর সামসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ। লাকীর ভাসুর ঝুমুর মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার বেলা ১১টার দিকে সুমা আক্তার লাকী তার ঘরের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে লাকী চিৎকার করে দরজা খুলে ঘরের বাইরে চলে আসেন। এ সময় ঝুমুর মিয়া ও তার স্ত্রী এসে লাকীর শরীরে ভিজা কাপড় জড়িয়ে ধরে এবং পানি ঢেলে দেয়। বরিশালে ইয়াবাসহ আটক দারোগা ক্লোজড স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ইয়াবাসহ আটক বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর বিশেষ শাখার উপ-পরিদর্শক খুররমকে শুক্রবার রাতে ক্লোজ করা হয়েছে। সূত্রমতে, বৃহস্পতিার গভীর রাতে নগরীর বৈদ্যপাড়া এলাকা থেকে ইয়াবাসহ খুররমকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এসআই খুররম নগরীর বাংলাবাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল এবং সে রাজশাহী সদরের বাসিন্দা। জানা গেছে, নগরীর আলেকান্দা পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে নৈশকালীন টহল দিচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যপাড়া মোড়ে এসআই খুররমকে চ্যালেঞ্জ করে ওই টহল দলটি। মির্জাপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৭ আগস্ট ॥ নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার সময় লৌহজং নদীর বাইমহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো বাইমহাটি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে জান্নাতুল ও ঢাকার লালমাটিয়া এলাকার আঃ জলিলের ছেলে ইয়াছিন। তারা দুজনই ছিল প্রথম শ্রেণীর শিক্ষার্থী। জানা গেছে, গত শুক্রবার ইয়াছিন তার পরিবারের সদস্যদের সঙ্গে আত্মীয় বাড়ি বাইমহাটি গ্রামের আমিনুর মিয়ার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে ইয়াছিন, তার বোন পুষ্প ও আত্মীয় জান্নাতুল বাড়ির পাশের রাস্তায় হাঁটছিল। এ সময় জান্নাতুলের পায়ে গোবর লাগে। পাশেই নদীর কিনারে গেলে পা পিছলে তিনজনই পানিতে পড়ে। নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে ছয় বছরের শিশু বায়োজিতের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের গয়াবাড়ি গ্রামে। শিশুটি একই উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা গ্রামের সোহেল রানার ছেলে। কলেজ সরকারীকরণ দাবি স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ কাহারোল উপজেলার জয়নন্দ ডিগ্রী কলেজ সরকারীকরণের তালিকা থেকে বাতিলের প্রতিবাদে সড়ক অবরোধ করে এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দহাটের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে গাছের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে এলাকাবাসী ও কলেজের শিক্ষার্থীরা। এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- ডাবোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সত্যজিৎ রায়, সচিন্দ্র নাথ রায়, ফরহাদ হোসেন প্রমুখ।
×