ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমতলী স্কুলে সমাবেশ ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৪:১৪, ২৮ আগস্ট ২০১৬

আমতলী স্কুলে সমাবেশ ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শিবগঞ্জে আমতলী মডেল ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে আমতলী মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও বই পড়ুয়াদের মধ্যে নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়। এ বছর বই পড়ুয়াদের মধ্যে ৭০ শিক্ষার্থীকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। আমতলী মডেল ফাউন্ডেশন প্রজন্মের শিক্ষার্থীদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি জ্ঞান অর্জনে গল্পের বইসহ সব ধরনের বই পড়ার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া এ্যাসেন্সিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) প্রোডাকশন ম্যানেজার হেলাল উদ্দিন। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের পরিচালক মীর মহরম আলী, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক শ্রীচরণ ম-ল, শচিন্দ্রনাথ, আমজাদ হোসেন, নইম উদ্দিন, দুলাল চন্দ্র অধিকারী, আব্দুর রহিম, বিধান চন্দ্র, আব্দুর রাজ্জাক, আব্দুল আলিম, আব্দুল হান্নান প্রমুখ। বই পড়ুয়াদের মধ্যে সবচেয়ে বেশি পড়ে ২শ’২০ টাকা পুরস্কার পায় তন্নিষ্ঠ কর্মকার, ২শ’ টাকা পুরস্কার পায় রাকিবুল হাসান, দেড় শ’ টাকা পুরস্কার পায় মোস্তাক শাহরিয়ার। প্রতি বই পাঠ করার জন্য দশ টাকা করে নগদ অর্থ পুরস্কার দেয়া হয়। পুরস্কারপ্রাপ্ত সকল পড়ুয়া স্কুলের ৫ম শ্রেণী থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থী। অনুষ্ঠানে বক্তাগণ স্কুলের সার্বিক কার্যক্রম ও উন্নয়ন তুলে ধরেন। অভিভাবকগণের মধ্যে যারা বক্তব্য রাখেন তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্কুলের মানসম্মত লেখাপড়ার উদাহরণ টেনে স্কুলে নবম ও দশম শ্রেণী খোলার দাবি রাখেন। তারা বলেন, উন্নতমানের লেখাপড়ার পর অন্য কোন স্কুলে শিক্ষার্থীদের পাঠাতে চান না। এই বিষয়ে স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আশ্বাস দেন আগামী বছর নবম ও পরের বছর দশম শ্রেণী খোলা হবে। স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়। বিদ্যুতের দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৭ আগস্ট ॥ লংগদু উপজেলায় বিদ্যুত ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে শনিবার বিকেলে এলাকাবাসী মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে লংগদু সদরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লংগদু ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- ফারুক মেম্বার, রোকন, ব্যবসায়ী আবদুর রজ্জাক, মাসুদ রানা, সাজেদুর রহমান প্রমুখ। বক্তারা নিরবচ্ছিন্নভাবে বিদ্যুত সরবরাহ করার জন্য বিদ্যুত বিভাগের নিকট জোর দাবি জানান। ঘন ঘন বিদ্যুত বিভ্রাট, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত না থাকা রাঙ্গামাটিবাসীর জন্য নিত্যনৈমিত্তিক ব্যাপার।
×