ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ

প্রকাশিত: ০৪:১৩, ২৮ আগস্ট ২০১৬

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেয়ার অভিযোগ এনে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সংগঠনের সকল পদপদবি ও চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে তাকে গ্রেফতার করার দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা তার বিরুদ্ধে অভিযোগ আনেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা ও স্থানীয় নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ তৃণমূলে সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ ছড়িয়ে দিচ্ছেন। লিখিত বক্তব্যে বলা হয় গত ১২ আগস্ট স্থানীয় দারুল সালাম মসজিদ প্রাঙ্গণে তবলীগ জামাতের একদল প্রতিনিধির উদ্দেশে বক্তব্য রাখেন হারুনুর রশিদ। ওই বক্তব্যে তিনি সাম্প্রদায়িকতা উস্কে দেন। ওই দিন বক্তব্যে হারুন বলেন, তোমরা কিসের তবলীগ কর? মাওলানা সাঈদী সাহেবের মতো করতে পার না? মত, হোক না সে জামায়াত নেতা, তিনি তো অনেক হিন্দুকে মুসলমান বানাইছেন। তোমরা মুসলমান বানাইতে পার না? আমাদের নারায়ণহাট ইউনিয়নের দুই-চারটা হিন্দুকে অবশ্যই মুসলমান করতে হবে। আমি সার্বিকভাবে সহযোগিতা করব। সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশ গুপ্ত উপস্থিত ছিলেন। পরে তিনি আগামী ৭২ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের সকল পদপদবি ও ইউপি চেয়ারম্যান পদ থেকে হারুনকে অপসারণ করে গ্রেফতার না করলে ৩১ আগস্ট কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি করেন। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান হারুনুর রশিদের বিতর্কিত বক্তব্যের ভিডিও প্রদর্শন করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ওই দিন আমি অনেক দীর্ঘ বক্তব্য দিয়েছি। সেখান থেকে খ-িত অংশ মাত্র ৩৬ সেকেন্ডের ভিডিও ফেসবুকে কে বা কারা ছেড়ে দিয়েছে। আমি যে বক্তব্য দিয়েছি সেটা প্রাসঙ্গিকভাবে এসেছে। তারপরও বলছি আমি ভুল বলেছি। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি দুঃখিত।
×