ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুলাই মাসে কৃষি ঋণের পরিমাণ বেড়েছে

প্রকাশিত: ০৪:১১, ২৮ আগস্ট ২০১৬

জুলাই মাসে কৃষি ঋণের পরিমাণ বেড়েছে

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম মাসেই কৃষি ঋণের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাই মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কৃষি ও অকৃষি খাতে পল্লী ঋণ সরবরাহের পরিমাণ ২৩ শতাংশ বেশি হয়েছে। জানা গেছে, এই খাতে ২০১৫-১৬ অর্থবছরে ঋণ সরবরাহের পরিমাণ ছিল ৮৫২ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম মাসে তা ওই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৫৬ কোটি টাকা। এদিকে ২০১৬-১৭ অর্থবছরের আলোচ্য সময়ে খাতটির ঋণ আদায়ের হারও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, এই সময়ে মোট আদায়ী ঋণের পরিমাণ প্রায় ৯৪৫ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭৯০ কোটি টাকা। এই হিসাবে দেখা যাচ্ছে চলতি অর্থবছরের প্রথম মাসে কৃষি ও অকৃষি খাতে পল্লী ঋণ আদায়ের হার ১৯ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার সৌদি আরবের বাজারে নকল স্বর্ণ সৌদি আরবের বাজারে নকল ও ভেজাল স্বর্ণের পরিমাণ মাত্রাতিরিক্ত হারে বাড়ছে বলে জানিয়েছেন দেশটির স্বর্ণ ব্যবসায়ীরা। দেশটির রাজধানী রিয়াদের বেশ কয়েকটি বাজারে কাচের ওপর প্রলেপ দেয়া নকল স্বর্ণ বিক্রি করা হচ্ছে বলে দাবি করেছেন তারা। এ অবস্থায় স্বর্ণ ক্রয়ে আগ্রহী ব্যক্তিদের প্রতারিত না হতে স্বর্ণ কেনার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রিয়াদের স্বর্ণ ব্যবসায়ীরা। অনুমোদিত স্বর্ণ বিক্রেতা ছাড়া অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে স্বর্ণ না কেনার কথাও জানিয়েছেন তারা। সৌদি আরবের জনপ্রিয় সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রীষ্মের সময় দেশটিতে স্বর্ণের বাজারে সাধারণত মন্দা দেখা দেয়। এতে প্রতি বছর এ সময়ে চাহিদা কমে যাওয়ার কারণে স্বর্ণের দাম অনেক কমে যায়। গ্রীষ্মের পর এ শৌখিনপণ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এর দামও বেড়ে যায়। আর এর সুযোগ নেন স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী। -অর্থনৈতিক রিপোর্টার
×