ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘুরেফিরে আধিপত্যে প্রকৌশল খাত

প্রকাশিত: ০৪:০৭, ২৮ আগস্ট ২০১৬

ঘুরেফিরে আধিপত্যে প্রকৌশল খাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কয়েক সপ্তাহ ধরে লেনদেনের সেরা স্থান দখল করে আছে প্রকৌশল খাত। গত সপ্তাহেও এর ব্যতিক্রম ঘটেনি। আলোচিত সপ্তাহে প্রকৌশল খাত ২১ শতাংশ লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে প্রকৌশল খাতে প্রতিদিন ৯৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। জ্বালানি-বিদ্যুত খাত ১৬ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে প্রতিদিন এ খাতে ৭৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ওষুধ-রসায়ন খাত ১৫ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে প্রতিদিন এ খাতে ৭০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ১০ শতাংশ, ব্যাংক ও বিবিধ খাতে ৭ শতাংশ, খাদ্য-আনুষঙ্গিক খাতে ৫ শতাংশ, সিমেন্ট ও আর্থিক খাতে ৪ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩ শতাংশ, ট্যানারি, টেলিকমিউনিকেশন ও জীবন বীমা খাতে ২ শতাংশ করে লেনদেন হয়েছে। এছাড়া সিরামিক, পাট, আইটি, ভ্রমণ-অবকাশ ও সাধারণ বীমা খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে। এজিএমের স্থান জানিয়েছে প্রগতি লাইফ অর্থনৈতিক রিপোর্টার ॥ ১৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঘোষণা অনুযায়ী সামারাই কনভেনশন সেন্টার, পান্থপথ ঢাকায় অনুষ্ঠিত হবে এ কোম্পানির এজিএম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
×