ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিডি অটোকারসের দরবৃদ্ধির কোন কারণ নেই

প্রকাশিত: ০৪:০৭, ২৮ আগস্ট ২০১৬

বিডি অটোকারসের দরবৃদ্ধির কোন কারণ নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাম্প্রতিক অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোন মূল্যসংবেদনশীল তথ্য নেই বাংলাদেশ অটোকারস লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ কথা জানায় প্রকৌশল খাতের কোম্পানিটি। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, প্রায় ছয় মাস ধরেই উর্ধমুখী প্রবণতায় রয়েছে বিডি অটোকারস। দফায় দফায় দর সংশোধনের মধ্য দিয়ে দুই বছরের সর্বোচ্চ স্তরে রয়েছে কোম্পানিটির শেয়ারদর। তবে গত সপ্তাহে দরবৃদ্ধি ত্বরান্বিত হয়, যার কারণ জানতে চায় স্টক এক্সচেঞ্জ। ডিএসইতে সর্বশেষ ৪১ টাকায় বিডি অটোকারসের শেয়ার কেনাবেচা হয়, দুই মাস আগে যা ছিল ৩০ টাকার ঘরে। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ৪৪ টাকা ৪০ পয়সা ও সর্বনিম্ন ২৪ টাকা ১০ পয়সা। ২০১২ হিসাব বছরের পর থেকে কোন লভ্যাংশ পাচ্ছেন না বিডি অটোকারসের শেয়ারহোল্ডাররা। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, লভ্যাংশ ও বার্ষিক ফলাফল ঘোষণার সময় এগিয়ে আসাতেই কিছু বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ারে আগ্রহ দেখাচ্ছেন। ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি নিট ১২ লাখ ৮০ হাজার টাকা আয় করে। বছর শেষে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ৩৫ পয়সা, আগের বছর যা ছিল ৬ পয়সা। এদিকে ২০১৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বিডি অটোকারসের ইপিএস দাঁড়িয়েছে ২৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১৪ পয়সা। ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৬ টাকা ৩৩ পয়সা। ১৯৮৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি অটোকারসের অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৩ কোটি ৬০ লাখ টাকা। ৩১ মার্চ পুঞ্জীভূত লোকসান দাঁড়ায় ২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ারের ৪৬ দশমিক ৮৭ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে, ৭ দশমিক ৪৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৫ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে এর মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ১১৮ দশমিক ২৯, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১২৪ দশমিক ২।
×