ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্প অভিবাসন ইস্যুতে সুর নরম করায় ক্ষুব্ধ পেলিন

প্রকাশিত: ০৪:০৫, ২৮ আগস্ট ২০১৬

ট্রাম্প অভিবাসন ইস্যুতে সুর নরম করায় ক্ষুব্ধ পেলিন

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে সুর নরম করেছেন এমন খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সারাহ পেলিন। আলাস্কার সাবেক গবর্নর পেলিন ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন । বৃহস্পতিবার ফক্স টেলিভিশনের এক অনুষ্ঠানে পেলিন বলেন, ‘অভিবাসন ইস্যুতে ট্রাম্প যাই করুন না কেন সেটি তার বিকল্পের চেয়ে ভাল হবে।’ পেলিন এখানে বিকল্প বলতে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের অভিবাসন কর্মসূচীকে বুঝিয়েছেন। -ব্রিটবার্ট মাটির গভীরের কম্পন জাপানের বিজ্ঞানীরা বৃহস্পতিবার প্রথমবারের মতো মাটির অনেক গভীরে কম্পন শনাক্ত করতে সক্ষম হয়েছেন। যার মাত্রা শূন্য দশমিক শূন্য ৫ থেকে শূন্য দশমিক পাঁচ। কম্পন স্থান ও তরঙ্গের ফলে সৃষ্ট সামুদ্রিক ঝড়ও শনাক্ত করা হয়েছে। এ থেকে পৃথিবীর ভেতরের কাঠামো, মাটির গভীরের কম্পন শনাক্ত ও সামুদ্রিক ঝড় সম্পর্কে আরও বিশষভাবে জানা যাবে বলে আশা করা হচ্ছে। - এএফপি ১০ ফুট লম্বা দুধের গ্লাস! বহুজাতিক দুগ্ধ উৎপাদন কোম্পানি এটু মিল্ক যুক্তরাষ্ট্রে তাদের পণ্য বিক্রয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে শুক্রবার লস এ্যাঞ্জেলেসের গ্লেনডেনের আমেরিকানা এট ব্র্যান্ড শপিং সেন্টারে ১০ ফুট উঁচু দুধ ভর্তি একটি গ্লাস প্রদর্শন করে। এটু হচ্ছে দুধের একটি বিশেষ প্রোটিন যাতে বিটা ফসফেট থাকে। গরুর দুধের মধ্যে দু’ধরনের প্রোটিন থাকে। যার একটি হচ্ছে এওয়ান, অপরটি এটু। সব দুধেই এওয়ান প্রোটিন রয়েছে। তবে বিশেষ ধরনের গরুর দুধে এটু থাকে। - লস এ্যাঞ্জেলেস টাইমস
×