ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোদির সঙ্গে দেখা করে অভিযোগ মেহবুবার

কাশ্মীর বিক্ষোভে প্রকাশ্যে মদদ দিচ্ছে পাকিস্তান

প্রকাশিত: ০৪:০৪, ২৮ আগস্ট ২০১৬

কাশ্মীর বিক্ষোভে প্রকাশ্যে মদদ দিচ্ছে পাকিস্তান

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে যারা নিরাপত্তা বাহিনী ও পুলিশ কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, তারা সরাসরি পাকিস্তান থেকে মদদ পাচ্ছে। একইভাবে তাদের উস্কানি দিচ্ছে উপত্যকার বিচ্ছিন্নতাবাদীরাও। রাজধানী নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে শনিবার তার সঙ্গে দেখা করার পর এমন অভিযোগ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। খবর টাইমস অব ইন্ডিয়ার। মেহবুবা বলেছেন, তিনি পাকিস্তানকে বলতে চান, যদি তাদের কাশ্মীরীদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি থাকে, তবে তাদের উচিত স্থানীয় মানুষকে পুলিশ স্টেশনে হামলা চালাতে উৎসাহ না দেয়া। তিনি স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রী মোদি ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতিতে যথেষ্ট কাজ করেছেন। তিনি নিজে লাহোর গিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন ইসলামাবাদে। এবার পাকিস্তানের উচিত আস্থাবর্ধক পদক্ষেপ নেয়া। প্রধানমন্ত্রী কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রীতিমত উদ্বিগ্ন বলে জানিয়ে পাকিস্তানকে মেহবুবা হুঁশিয়ার করে বলেন, কাশ্মীরের বিষয়ে কথা বলার কোন অধিকার তাদের নেই, সুতরাং নাক গলানো বন্ধ করুক তারা। জঙ্গী বুরহান ওয়ানির মৃত্যু নিয়ে গত ৫০ দিন ধরে উত্তপ্ত কাশ্মীর। বিক্ষোভ ছড়ানোর পর থেকে এই প্রথমবার মোদির সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন মেহবুবা। বৈঠক শেষে তিনি বলেন, ক্ষোভকারীদের অনুরোধ করছি, আপনারা হয়তো আমার ওপর রেগে রয়েছেন। আমিও হয়তো। তবু আমায় একটা সুযোগ দিন। প্রধানমন্ত্রীর সঙ্গে কাশ্মীর পরিস্থিতি নিয়ে কথা বলতে শুক্রবার সন্ধ্যায় দিল্লীতে যান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উপত্যকা ঘুরে যাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে প্রধানমন্ত্রী মেহবুবাকে দিল্লী ডেকে পাঠান। এক সূত্র জানিয়েছে, কাশ্মীরে এতদিন ধরে চলে আসা অশান্তির পিছনে যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মেহবুবাকে নির্দেশ দিয়েছেন রাজনাথ। এমন ১৭০ জনের তালিকা তৈরি করেছে রাজ্য ও কেন্দ্রের গোয়েন্দা বিভাগ। অভিযুক্তরা বেশিরভাগই দক্ষিণ কাশ্মীরের, যা মেহবুবার পিডিপি’র শক্ত ঘাঁটি। রাজ্য পুলিশ এদের ঠেকাতে বিশেষ কিছু না করায় এরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে অশান্তি পাকাচ্ছে বলে কেন্দ্র অভিযোগ করেছে বলে খবর। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মেহবুবাকে চাপ দেয়া হয়েছে। এর মধ্যে কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীর গুলিতে মারা গেছে এক বিক্ষোভকারী। এ নিয়ে সাম্প্রতিক বিক্ষোভে কাশ্মীরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে।
×