ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিসা জটিলতায় ঈশ্বরদীর দু’শতাধিক হাজীর হজ্ব যাত্রা অনিশ্চিত!

প্রকাশিত: ০১:৩৪, ২৭ আগস্ট ২০১৬

ভিসা জটিলতায় ঈশ্বরদীর দু’শতাধিক হাজীর হজ্ব যাত্রা অনিশ্চিত!

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ টাকা পরিশোধ করা সত্ত্বেও ভিসা জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছে ঈশ্বরদী,লালপুর ও বাঘার প্রায় দু’শতাধিক হাজির হজ্ব যাত্রা। লালপুরের ডি.বি.এম ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনার কারণে এসব এলাকার দু’শথাধিক হাজীর হজ্ব যাত্রা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। মিথ্যা আশ্বাস দিয়ে ওই হজ্ব এজেন্সি হাজীদের সাথে প্রতারণা করে চলেছেন। অনেক হাজী টাকা ও পাসপোর্ট ফেরত চাইলেও ওই হজ্ব এজেন্সি বিভিন্ন টালবাহানা করে এখনও মিথ্যা আশ্বাস দিয়ে শান্ত করার চেষ্টা করছেন। প্রতি বছরই এই হজ্ব এজেন্সি ঈশ্বরদী ও আস-পাশের হাজিদের সাথে প্রতারণা করে থাকে। হজ্বে যাওয়ার জন্য অনিশ্চিয়তায় থাকা ঈশ্বরদীর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান টিপু শুক্রবার অভিযোগ করে বলেন, মা ও স্ত্রীকে সাথে নিয়ে পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে লালপুরের ডি.বি.এম ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর সত্বাধিকারী আলহাজ্ব হাবিবুর রহমানের কাছে নগদ ছয় লাখ টাকা দিয়েছি। এ জন্য পাসপোর্টসহ যাবতীয় কাগজপত্রও তার কাছে জমা দেওয়া হয়েছে। হ্জ্ব ফ্লাইট শুরু হলেও তাদের কোন সাড়া শব্দ না পেয়ে যোগাযোগ করলে তারা কালক্ষেপন শুর করেন। এখন পর্যন্তও ওই হজ্ব এজেন্সি আমাকে বিভিন্ন টালবাহানা করে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে। একই অভিযোগ করেন শহরের ষ্টেশন রোডের আরেক ব্যবসায়ী বাবলু সেনিটারীর মালিক মোঃ বাবলু। এছাড়াও এমন অভিযোগ করেন ঈশ্বরদীর বেশ কয়েকজন হজ্বে যাওয়া প্রত্যাশী হাজিরা। তারা বলেন, এমন প্রতারণা করার জন্য ওই হজ্ব এজেন্সির শাস্তির দাবী করেন। এবিষয়ে লালপুরের ডি.বি.এম ট্রাভেলস্ এন্ড ট্যুরসের সত্বাধিকারী এরশাদ ও আলহাজ্ব হাবিবুর রহমান রেজিষ্ট্রেশন জটিলতার কারণে হজ্ব যাত্রা বিলম্ব হচ্ছে স্বীকার করে বলেন, রেজিষ্ট্রেশন চুড়ান্ত না করে হাজিদের কাছ থেকে টাকা নেওয়া ঠিক হয়নি। এবার কোঠার বাইরে চল্লিশ হাজার হাজির নাম নিবন্ধিত হয়েছে। তবে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে হজ্বে যেতে ইচ্ছুক সকলের প্রাক নিবন্ধিত হয়েছে। এবার যেতে না পারলে ২০১৭ সালে তারা প্রথমেই যেতে পারবেন। এজন্য হাজীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে না। বিষয়টির সুষ্ঠু সমাধান হলেই টাকা ফেরত দেওয়া হবে।
×