ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় হবিগঞ্জ পুলিশের সেল গঠন

প্রকাশিত: ০০:২৭, ২৭ আগস্ট ২০১৬

নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় হবিগঞ্জ পুলিশের সেল গঠন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ, নারীর প্রতি সহিংস আচরনের সমাধান ও আইনী পদক্ষেপে সহায়তা প্রদান সহ নানা বিষয় মোকাবেলায় হবিগঞ্জে একটি সমন্বয় সেল গঠন করেছে পুলিশ প্রশাসন। জেলা পুলিশের মহিলা সদস্যদের নিয়ে গঠিত এই সেলের সার্বিক কার্যক্রম বাস্তবায়নে জেলায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থা, ব্র্যাক, জেলা জাতীয় মহিলা সংস্থা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরও কাজ করবে। আগামী ১ সেপ্টেম্ব থেকে এই সেল কাজ শুরু করবে। আজ শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক জরুরী প্রেস ব্রিফিংয়ে এই সেল গঠনের আনুষ্ঠানিক ঘোষনা দেন এসপি জয় দেব কুমার ভদ্র। এসময় উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি মোঃ শামস্, এএসপি হেড কোর্য়াটার সুদীপ্ত রায়, এএসপি সাজিদুর রহমান প্রমুখ।
×