ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রি ॥ দুই কসাই আটক

প্রকাশিত: ২৩:১৬, ২৭ আগস্ট ২০১৬

ঠাকুরগাঁওয়ে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রি ॥ দুই কসাই আটক

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ের রুহিয়া পোষ্ট অফিসের সামনে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির সময় ঘনিবিষ্ণুপুর গ্রামের সিরাজুল ইসলাম ও ভাদেল নামে দুই কসাইকে আটক করেছে রুহিয়া পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ দুজন কসাই শনিবার সকাল ৯ টায় স্বাস্ব্য পরীক্ষা ছাড়াই অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রি শুরু করে। এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলেন, গরুটি মৃত ছিল। আবার অনেকে জানান, গরুটিকে কুকুরে কামড়িয়েছে। তবে ঘনিবিষ্ণুপুর গ্রামের শিল্পী বলেন, গরুটির অন্য কোন সমস্যা ছিল না, শুধুমাত্র পেটটি ফাঁপা ছিল। এলাকাবাসী প্রাণীসম্পদ অধিদপ্তর ও স্যানেটারি ইন্সপেক্টর এর গাফিলতির কারণে এমনটি হচ্ছে বলে অভিযোগ করেন। এ খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে।
×