ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম, বাড়ছে তেল পেঁয়াজ মসলার

প্রকাশিত: ০৬:০১, ২৭ আগস্ট ২০১৬

ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম, বাড়ছে তেল পেঁয়াজ মসলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও দাম কমছে না ইলিশের। কোরবানির ঈদ সামনে রেখে বেড়ে যাচ্ছে ভোজ্যতেল, পেঁয়াজ এবং বিভিন্ন ধরনের মসলার দাম। স্থিতিশীল রয়েছে চাল, ডাল, আটা ও চিনির দাম। সবজি বিক্রি হচ্ছে আগের দামে। কমেছে ব্রয়লার মুরগির দাম। শুক্রবার রাজধানীর ফকিরাপুল বাজার, মালিবাগ বাজার এবং মুগদা বড়বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। সাগর ও নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও রাজধানীর বাজারে এর কোন প্রভাব পড়ছে না। মাছের সরবরাহ বাড়লেও কমেনি দাম। প্রতি জোড়া মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকা দামে। এছাড়া এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে আঠারো শ’ টাকায়। ভরা মৌসুমে দাম না কমায় অস্বস্তিতে রয়েছেন মাছের ক্রেতারা। তাদের মতে, কারসাজি করে বিক্রেতারা বেশি দামে বিক্রি করছে ইলিশ মাছ। দাম কমাতে হলে বাজার মনিটরিং করার দাবি করছেন ভোক্তারা। ফকিরাপুল বাজারের মাছ ক্রেতা জসিম জানালেন, এ বছর ইলিশের দাম কমছে না। অথচ এ মৌসুমে ইলিশ মাছের দাম কমার কথা। আর বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেশি হওয়ার কারণে তাদেরও বেশি দাম নিতে হচ্ছে। ঈদ-উল-আযহা সামনে রেখে মসলার দাম বেড়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে মসলার মধ্যে আমেরিকান গুয়েতমালা এলাচ (ছোট) প্রতি কেজির বর্তমান দাম ১০৪০ টাকা, পূর্বের মূল্য ছিল (সপ্তাহখানেক আগে) ৮৮০ টাকা। বড় এলাচ কেজিপ্রতি ২৬০ টাকা বেড়ে ১৪৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দাম বেড়ে প্রতি কেজি রসুন ১৭০-২০০, আদা ৭০-১২০, সয়াবিন খোলা প্রতি লিটার ৪২-৮৫, পামওয়েল ৭০-৭২, লবণ ২৫-৩৮ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া দাম কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়।
×