ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফুটবল খেলা চলার সময় ভবন ধসে নিহত ১

প্রকাশিত: ০৬:০০, ২৭ আগস্ট ২০১৬

ফুটবল খেলা চলার সময় ভবন ধসে নিহত ১

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৬ আগস্ট ॥ জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের এমএ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালীন শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় স্কুলের টিনশেড ভবন ধসে একজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোঃ আব্দুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান হাসপাতালে আহতদের দেখতে যান। এ সময় আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের এবং ধসে যাওয়া টিনশেড ভবনের জায়গায় নতুন ভবন নির্মাণের ঘোষণা দেন আব্দুর রহমান এমপি। হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে এমএ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে রায়হান মাস্টার ৮দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। খেলা দেখার জন্য দর্শকরা একই জায়গায় অবস্থিত বানা সরকারী প্রাথমিক বিদ্যালয় টিনশেড ভবনের টিনের ছাদে উঠে যায় । বিকেলে সাড়ে পাঁচটার দিকে দর্শকদের ভার সইতে না পেরে ভবনের টিনের চালাসহ দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় দিঘলবানা গ্রামের আজিজার হাদির ছেলে মালয়েশিয়া প্রবাসী রুবেল হাদি (৩০) নিহত হয়। এ সময় প্রায় ৫০জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রুবেলের লাশ আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। উল্লেখ্য, ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় নড়াইল জেলার লোহাগড়া ফুটবল একাদশ ও আলফাডাঙ্গা বানা ফুটবল একাদশের মধ্যে।
×