ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার হাইওয়ের পাশে পশুর হাট বসতে দেয়া হবে না॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৫৫, ২৭ আগস্ট ২০১৬

এবার হাইওয়ের পাশে পশুর হাট বসতে দেয়া  হবে না॥ ও. কাদের

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার কোরবানির ঈদে হাইওয়ের পাশে কোন পশুর হাট বসতে দেয়া হবে না। এ ছাড়া পশু পরিবহনে কোন আনফিট গাড়ি মহাসড়কে উঠতে দেয়া হবে না। মন্ত্রী শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়ায় ঢাকা-বাইপাস সড়কে ‘গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা’ পর্যন্ত সড়কের ৪ লেন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রমজানের ঈদের চেয়ে কোরবানি ঈদ অনেক বেশি চ্যালেঞ্জিং। এই ঈদে রাস্তার পাশে পশুর হাট বসানো হয়। এছাড়া ফিটনেসবিহীন পশুবাহী গাড়ি মহাসড়কে বিকল হয়ে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি করে। এবার সিদ্ধান্ত নেয়া হয়েছে, মহাসড়কের পাশে কোন পশুর হাট বসতে দেয়া হবে না। এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং হাইওয়ে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, প্রতি ঈদের আগেই গার্মেন্টস কারখানাগুলো একসঙ্গে ছুটি দেয়ার কারণেও গাড়ির চাপ বেড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আমরা বার বার গার্মেন্টস মালিকদের পৃথক তারিখে ছুটি দেয়ার অনুরোধ করলেও তা তারা কার্যকর করেননি। তাই এবার মন্ত্রণালয় থেকে বিজেএমইকে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা আশা করি, তারা জনদুর্ভোগের কারণ সৃষ্টি করবেন না। এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহীন রেজাসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×