ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুতিনের সংবর্ধনায় মার্গারিটা

প্রকাশিত: ০৪:৩১, ২৭ আগস্ট ২০১৬

পুতিনের সংবর্ধনায় মার্গারিটা

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকে রাশিয়ার যে সব এ্যাথলেট পদক জিতেছেন, তাদের সংবর্ধনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সেই সংবর্ধনায় ছিলেন বাংলাদেশের কন্যা স্বর্ণজয়ী রাশিয়ান মার্গারিটা মামুনও। মেয়েদের রিদমিক জিমন্যাস্টিকসের ব্যক্তিগত অল-এ্যারাউন্ড ইভেন্টে স্বর্ণ জেতেন মার্গারিটা। অলিম্পিকে রাশিয়ার এ্যাথলেটদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বরাবরই সরব ছিলেন পুতিন। রাশানদের নিষেধাজ্ঞার ফলে অলিম্পিক তার আবেদন হারিয়েছে বলেও মন্তব্য করেছিলেন। শত বাধা বিপত্তি পেরিয়ে রিও থেকে যারা রাশিয়াকে পদক এনে দিয়েছেন, তাদের নিজের কার্যালয়ে নিমন্ত্রণ করে সংবর্ধনা জানিয়েছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এ রাষ্ট্রনায়ক। ক্রেমলিনে অলিম্পিক পদকজয়ীদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানের এ্যাথলেটদের সত্যিকারের যোদ্ধা হিসেবে অভিহিত করেন প্রেসিডেন্ট। ১৯ স্বর্ণসহ ৫৬ পদকজয়ী রাশিয়ান টিমে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত জিমন্যাস্ট মার্গারিটা মামুনও।
×