ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চাইনিজ তাইপে-কিরগিজস্তান

প্রকাশিত: ০৪:৩১, ২৭ আগস্ট ২০১৬

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চাইনিজ তাইপে-কিরগিজস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ চাইনিজ তাইপে বনাম কিরগিজস্তান ম্যাচ দিয়ে শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গড়াচ্ছে ‘এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব’-এর ‘সি’ গ্রুপের খেলা। এছাড়া দুপুর ৩টায় একই ভেন্যুতে সংযুক্ত আরব আমিরাত মোকাবেলা করবে সিঙ্গাপুরের। কিরগিজস্তান প্রধান কোচ সভেতলানা পোকাচালোভা বলেন, ‘আমরা প্রস্তুতি শুরু করছি তিন মাস আগে। এখানে এসে দুটি সেশন অনুশীলন করেছি। আমরা খেলা শুরুর জন্য তৈরি হয়ে আছি। তুলনামূলকভাবে আমরা খুব তরুণ দল। এই দলের অধিকাংশই এসেছে অনুর্ধ ১৪ দল থেকে। আমাদের প্রধান লক্ষ্য এ প্রতিযোগিতায় অংশ নেয়া এবং পরের পর্বে উন্নীত হওয়া। আমরা নিজেদের নিয়েই বেশি ভাবছি। তবে সব প্রতিপক্ষকেই সমীহ করছি।’ দলের অধিনায়ক আনাস্তাসিয়া আলদামঝারোভা বলেন, ‘আমাদের প্রস্তুতি শতভাগ। নিজেদের সেরাটাই দেয়ার চেষ্টা করব।’ চাইনিজ তাইপের সহকারী কোচ কাও সাই-হু বলেন, ‘ আমাদের লক্ষ্য জেতা এবং থাইল্যান্ডে মূল আসরে খেলা। আমরা ছয় মাস ধরে অনুশীলন করছি। বাংলাদেশে আসার আগে আমরা জাপানের বিভিন্ন দলের সঙ্গে ৫/৬ ম্যাচ খেলেছি। এর মধ্যে ওদের অ ১৮ দলের সঙ্গে এক ম্যাচে হেরেছি। বাকি ম্যাচগুলোতে জিতেছি।’ আরব আমিরাত দলের প্রধান কোচ আজম ঘটক বলেন, ‘আমাদের অনুর্ধ ১৬ দল বাংলাদেশে আগে এসে খেলেছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এখানে এসেছি। আগের দলের অনেকেই এই দলে আছে। ফলে আপনারা দুইবারের খেলায় অনেক পার্থক্য দেখতে পাবেন। শেষ আসরে অনুর্ধ ১৪ ও ১৫ দল নিয়ে এসেছিলাম, তারা এখন অনেক অভিজ্ঞ। আমরা টেকনিক্যালি ভাল, কিন্তু অন্য দলগুলোর বডি ফিটনেস আমাদের জন্য সমস্যা হবে। দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা বাইরে কোন প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাইনি। নিজেদের সিনিয়র টিমের সঙ্গে কিছু ম্যাচ খেলেছি।’ সিঙ্গাপুর দলের প্রধান কোচ চেন কাই ইং বলেন, ‘আমাদের দলটা নতুন এবং ইয়ং টিম। আমি বিশ্বাস করি এই টুর্নামেন্ট থেকে আমরা অনেক কিছু শিখতে পারব।’
×