ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে আসছেন না কুক!

প্রকাশিত: ০৪:৩১, ২৭ আগস্ট ২০১৬

বাংলাদেশে আসছেন না কুক!

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের গণমাধ্যমগুলোতে জানা যাচ্ছে, বাংলাদেশ সফরে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এ্যালিস্টার কুক আসছেন না। বাংলাদেশ সফরের জন্য সবুজ সঙ্কেত দিয়েছে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে খেলোয়াড়দেরও দেয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা। কেউ চাইলে স্বেচ্ছায় এই সফর থেকে নাম প্রত্যাহার করে নিতে পারেন। কুক সেই কাজটি করতে পারেন। তবে কুকের না আসাটা কোন নিরাপত্তা ইস্যুতে নয়। একেবারেই ব্যক্তিগত বিষয়। দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন কুক। শেষপর্যন্ত কুককে সিরিজে নাও মিলতে পারে। এখন পর্যন্ত কেউ সফর থেকে নিজের নাম সরিয়ে নেননি। শুধু কুকের নাম প্রত্যাহার করার কথাই শোনা যাচ্ছে। তাও এখনও নিশ্চিত হয়নি। দোটানায় যে আছেন কুক। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকাটা জরুরী। ক্রিকেটাররা স্ত্রীর পাশে থাকার জন্য সফর থেকে দেশেও ফিরে যান। কুকের জন্যও স্ত্রী এ্যালিসের পাশে থাকা জরুরী। কিন্তু দোটানায় আছেন কুক। কারণ, অধিনায়ক নিজে এই সফরে না গিয়ে তার সতীর্থদের তো আর সফরে যাওয়ার জন্য বলতে পারেন না। তবে কুকের বিষয়টি বিশেষ বিবেচনায় দেখতে পারে ইসিবি। বাংলাদেশ সফরের পরই যে ভারত সফর রয়েছে।
×