ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে আজ

প্রকাশিত: ০৪:৩০, ২৭ আগস্ট ২০১৬

ইংল্যান্ড-পাকিস্তান  দ্বিতীয় ওয়ানডে  আজ

স্পোর্টস রিপোর্টার ॥ একই সঙ্গে দুই ফরমেটের ক্রিকেটে একটি দলের এতটা আকাশ-পাতাল ব্যবধান বিশ্ব আর কখনই দেখেনি। প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে ইতিহাস গড়েছে মিসবাহ-উল হকের দল। অন্যদিকে ওয়ানডেতে ‘নয়’ নম্বরে আজহার আলির পাকিস্তান, বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজেরও পেছনে তারা! চতুর্থ টেস্টে দুর্দান্ত জয়ে ২-২এ সিরিজ ড্র করার ফলেই শীর্ষে ওঠে মিসবাহ বাহিনী। অথচ ঠিক পিঠাপিঠি মাঠে নেমে প্রথম ওয়ানডেতে (পাঁচ ম্যাচ) পাত্তা পায়নি আজহাররা। সাউদাম্পটনে বৃষ্টিবিঘিœত ম্যাচে হার ৪৪ রানের বড় ব্যবধানে। ইংলিশদের সঙ্গে ওয়ানডেতে নিজেদের সর্বশেষ ‘হেড টু হেডেও’ করুন অবস্থা। ১০ দেখায় হার ৯টিতে! অতিথিরা তাই ঘুরে দাঁড়াতে মরিয়া। অন্যদিকে স্বভাবসুলভ স্টাইলে শুরুর পর উজ্জীবিত ইয়ন মরগানরা চায় এগিয়ে যেতে। এগিয়ে যাওয়া, না সমতা? ক্রিকেট মক্কায় পঞ্চাশ ওভারের দ্বিতীয় দ্বৈরথে মিলবে সেই উত্তর। বৃষ্টিবিঘিœত হলেও প্রথম ম্যাচে অতিথিদের হারের ধরনটা ছিল বেশ বাজে। আজহার (৮২) ও সরফরাজ আহমেদের (৫৫) ব্যাটে ভর করে ২৬০ রানের স্কোর এসেছিল বেশ কষ্টে। বৃষ্টির আগে সেটিকে মামুলি বানিয়ে তোলেন ইংলিশরা। জেসন রয় (৫৬ বলে ৬৫) ও জো রুটের (৭২ বলে ৬১) ঝড়ো ব্যাটিংয়ে ৩৫তম ওভারেই ৩ উইকেটে তুলে নেয় ১৯৪ রান! শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ওই বড় জয়। ওয়ানডেতে অতীত সাফল্য ধরে রেখে উজ্জীবিত স্বাগতিক পেসার মার্ক উড বলেন, ‘নিজেদের সামর্থ্য সম্পর্কে আমরা সচেতন ছিলাম। জানতাম জয় দিয়ে শুরু করা সম্ভব। কিন্তু টেস্ট সিরিজটা প্রত্যাশা মতো ভাল কাটেনি, তাই কিছুটা শঙ্কায় ছিলাম। কিন্তু সাউদাম্পটনের সাফল্য সেটি ভুলিয়ে দিয়েছে। আমরা এ ধারা অব্যাহত রেখে সিরিজে এগিয়ে যেতে চাই। তবে অতি আত্মবিশ্বাসী হতে চাই না, কারণ পাকিস্তান ভয়ঙ্কর দল, তারা ঘুরে দাঁড়াতে চাইবে।’ অন্যদিকে টেস্টের সাফল্যকেই ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর জ্বালানি হিসেবে দেখছেন আজহার। পাকিদের রঙিন পোশাকের অধিনায়ক বলেন, ‘একই পরিবেশ, একই প্রতিপক্ষ, টেস্টে পারলে ওয়ানডেতে কেন নয়? মিসবাহদের নৈপুণ্যই আমাদের বড় অনুপ্রেরণা। বৃষ্টিতে পুরো খেলা হয়নি, কিন্তু এরপরও প্রথম ম্যাচে আমরা আপ টু মার্ক ছিলাম না। সর্বোচ্চটা দিয়ে ঘুরে দাঁড়াতে চাই।’ পরিসংখ্যান বলে, কাজটা কঠিন। শীর্ষে ওঠার পথে গত দুই বছরে ১৭ টেস্টের ১০টিতেই জিতেছেন মিসবাহ, সেই একই সময়ে সময়ে খেলা ৩৮ ওয়ানডের ২৩টিতে হার! সুতরাং আত্মবিশ্বাস ফেরানো জয়ের জন্য অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ, সরফরাজ, আজহার, উমর গুলদের সঙ্গে তরুণ ইমাদ ওয়াসিম আর মোহাম্মদ আরিদের একসঙ্গে জ্বলে উঠতে হবে।
×