ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুরুতেই বার্সিলোনার মুখোমুখি গার্ডিওলা

প্রকাশিত: ০৪:৩০, ২৭ আগস্ট ২০১৬

শুরুতেই বার্সিলোনার মুখোমুখি গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ আগে থেকেই ধারণা করা হচ্ছিল ২০১৬-১৭ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ পর্বেই দেখা হয়ে যেতে পারে বার্সিলোনা ও ম্যানচেস্টার সিটির। বৃহস্পতিবার রাতে মোনাকোতে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে তাই দেখতে পেয়েছে ফুটবলবিশ্ব। এ কারণে এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে ‘সি’ গ্রুপে সাবেক ক্লাব বার্সার মুখোমুখি হবেন ইংলিশ ক্লাব ম্যানসিটির সিটির কোচ পেপ গার্ডিওলা। ক্যারিয়ারে যা কিছু পাওয়া সম্ভব, স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনার হয়ে তার সবই পেয়েছেন গার্ডিওলা। ন্যুক্যাম্প থেকে তল্পিতল্পা গুছিয়ে কয়েক মাস ছিলেন অবসরে। এরপর চলে যান জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিকে। সেখানে সব পাওয়ার মাঝে শুধু চ্যাম্পিয়ন্স লীগটাই অধরা ছিল। নতুন ক্লাব ম্যানসিটিতে সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছেন তারকা এই কোচ। তবে কাজটা যে সহজ হবে না সেটা শুরুতেই বোঝা গেল। কেননা চ্যাম্পিয়ন্স লীগের ড্রতে এক গ্রুপেই পড়েছে বার্সা-সিটি। গত মৌসুমে বার্সার কাছেই সেমিফাইনালে হেরে গিয়েছিল গার্ডিওলার বেয়ার্ন। বার্সার কোচ হিসেবেই দুইবার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন গার্ডিওলা। খেলোয়াড় হিসেবেও ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই কাটিয়েছিলেন ন্যুক্যাম্পে। এবার সেই ক্লাবের বিপক্ষেই ডাগআউটে দাঁড়াবেন গার্ডিওলা। ‘সি’ বার্সা ও সিটির অপর দুই প্রতিপক্ষ জার্মানির অন্যতম সেরা ক্লাব বরুশিয়া মনশেনগ্ল্যাডব্যাচ ও স্কটল্যান্ডের শিরোপাজয়ী সেল্টিক। গ্রুপ পর্বের বাধা পেরোনোর জন্য হাড্ডাহাড্ডি লড়াইই করতে হবে এই চার ক্লাবকে। এই গ্রুপটিকেই এবার সবচেয়ে কঠিন বলা হচ্ছে। ‘এফ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড, পর্তুগালের স্পোর্টিং লিসবন ও পোল্যান্ডের লেজিয়া ওয়ারশ। গত মৌসুমের সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের প্রতিশোধ নেয়ার সুযোগটা এবার শুরুতেই পেয়ে যাচ্ছে জার্মানির শিরোপাজয়ী বেয়ার্ন মিউনিখ। ‘ডি’ গ্রুপে বেয়ার্ন ও এ্যাটলেটিকোর সঙ্গে আছে হল্যান্ডের পিএসভি আইন্দহোভেন ও রাশিয়ার চমক দেখানো ক্লাব রোস্টভ। ‘এ’ গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়ার জন্য লড়তে হবে ফরাসী চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন, ইংল্যান্ডের আর্সেনাল, সুইজারল্যান্ডের বাসেল ও বুলগেরিয়ার লুডোগোরেটসকে। তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে পর্র্তুগালের শিরোপাজয়ী বেনফিকা ও ইতালির নেপোলি। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ইউক্রেনের ডায়নামো কিয়েভ ও তুরস্কের বেসিকটাস। ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপাজয়ী লিচেস্টার সিটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারাও তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে। ‘জি’ গ্রুপে লিচেস্টারের সঙ্গে আছে পর্তুগালের পোর্তো, বেলজিয়ামের ক্লাব ব্রুগে ও ডেনমার্কের এফসি কোপেনহেগেন। ‘এইচ’ গ্রুপে ইতালিয়ান সিরি এ’র রেকর্ড চ্যাম্পিয়ন জুভেন্টাসের প্রতিপক্ষ স্পেনের সেভিয়া, ফ্রান্সের লিঁও ও ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব।
×