ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৌসুম সেরা গোল মেসির

প্রকাশিত: ০৪:২৯, ২৭ আগস্ট ২০১৬

মৌসুম সেরা গোল মেসির

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একবার সেরার স্বীকৃতি পেলেন লিওনেল মেসি। উয়েফার ২০১৫-১৬ মৌসুমের সেরা গোলের পুরস্কার জিতলেন তিনি। গত নবেম্বরে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে রোমার বিপক্ষে অসাধারণ এক গোল করেছিলেন বার্সিলোনার এই আর্জেন্টাইন সুপারস্টার। আর ওই ম্যাচের সেই নজরকাড়া গোলটিই শেষ পর্যন্ত মেসিকে এনে দিঠ গত মৌসুমের সেরা গোলের স্বীকৃতি। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গত আসরে রোমাকে নিয়ে যেন ছেলেখেলাই খেলেছিল বার্সিলোনা। ইতালিয়ান ক্লাবটিকে ৬-১ ব্যবধানে রীতিমতো উড়িয়েই দিয়েছিল কাতালানরা। সেই ম্যাচে মূল নায়কের ভূমিকায় ছিলেন দলের সেরা তারকা লিওনেল মেসি। রোমার বিপক্ষে একাই জোড়া গোল করেছিলেন কাতালান ক্লাবটির প্রাণভোমরা। তবে সেই ম্যাচের সেরা গোলটি এসেছিল বিশ্ব ফুটবলের সেরা আক্রমণভাগের দুর্দান্ত প্রচেষ্টায়। বাঁপ্রান্ত থেকে বার্সিলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার বল ঠেলে দেন লুইস সুয়ারেজের দিকে। উরুগুইয়ান স্ট্রাইকার তা বাড়িয়ে দেন লিওনেল মেসিকে। আর্জেন্টিনার অধিনায়ক শট নিলে রোমার গোলরক্ষক তা প্রতিহত করার চেষ্টা করেন। কিন্তু আবারও অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন মেসি। প্রতিপক্ষের গোলরক্ষকের উপর দিয়ে আলতু করে বল পাঠিয়েছিলেন জালে। বৃহস্পতিবার মোনাকোয় অনুষ্ঠিত উয়েফার অনুষ্ঠানে সেই গোলটিই গত আসরের সেরা হিসেবে বিবেচিত হয়। উয়েফা ডটকম ব্যবহারকারীদের মধ্যে ৭৩ হাজার ৩৩১ ভোট পেয়েছেন লিওনেল মেসি। যা মোট ভোটের ৩৪ শতাংশ। ১৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে পর্তুগালের রিকারদিনিয়োর গোলটি। উয়েফা ফুটসাল চ্যাম্পিয়নশিপে সেই গোলটি করেছিলেন এই পর্তুগীজ তারকা। আর সম্প্রতি শেষ হওয়া ২০১৬ ইউরোতে পোল্যান্ডের বিপক্ষে সুইজারল্যান্ডের জেরদান শাকিরির বাইসাইকেল কিকে করা গোলটি তৃতীয় স্থান অধিকার করেছে। গত মৌসুমেও বার্সার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতামূলক ৪৯ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ৪১ বার গোল ঢুকিয়েছেন এলএম টেন। কাতালান ক্লাবটি স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়ন হয়। শুধু তাই নয়, কোপা ডেলরেতেও চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির বার্সিলোনা। নতুন মৌসুমেও দুর্দান্ত শুরু করেছে স্পেনের এই জায়ান্ট ক্লাবটি। বৃহস্পতিবার হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ড্র। এবার একই গ্রুপে পড়েছে মেসির বার্সা ও তারই সাবেক কোচ পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। লড়াই যে জমবে বেশ তার উত্তাপ শুরু হয়ে গেছে ড্রয়ের পর থেকেই!
×