ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসিবিকে ধন্যবাদ জানাল বিসিবি

প্রকাশিত: ০৪:২৮, ২৭ আগস্ট ২০১৬

ইসিবিকে ধন্যবাদ জানাল বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্বস্তি ফিরেছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। আর তাই ইসিবিকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার গুলশানে নিজ বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে ইসিবিকে ধন্যবাদ জানান তিনি। পাপন বলেছেন, ‘আমি ইংল্যান্ড দলের ক্রিকেটার আর তাদের বোর্ডকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের র‌্যাব, পুলিশ আর নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীকে। তাদের পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছিল ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দলটিকে। অবশ্য আমরা তাদের প্রতিনিধি দলের কার্যক্রম দেখেই বুঝেছিলাম, বাংলাদেশ সফর নিয়ে তাদের কোন শঙ্কা নেই। কারণ, আমরা তাদের যে প্ল্যান দিয়েছি, তারা তাতে বেশ খুশি ছিল।’ পাপন আরও জানান, ‘অতীতেও ইংল্যান্ডের দল বাংলাদেশে খেলে গেছে। কিছু দিন আগে বাংলাদেশের মাটিতে তাদের অনুর্ধ ১৯ দল বিশ্বকাপ খেলে গেছে। তারা আমাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে অবগত ছিল। তাই আমাদেরও বিশ্বাস ছিল তারা আসবে।’ ইংল্যান্ডকে নিরাপত্তা দেয়ার বিষয়ে পাপন জানান, ‘ইংল্যান্ডকে যে মানের নিরাপত্তা পরিকল্পনার কথা বলা হয়েছে সেটি পৃথিবীর আর কেউই দেয় না। পৃথিবীর কোন দেশই কিন্তু নিরাপদ না। যে কোন জায়গায় এমন কিছু হতে পারে। তবে কোথায় হবে, কবে হবে এটা কেউ জানে না। আর আমার ধারণা ছিল এর চেয়ে ভাল নিরাপত্তা পরিকল্পনা কেউ করতে পারবে না।’ পাপন দেশের জনগণের উদ্দেশ্যে বলেন, ‘১৬ কোটি মানুষের দোয়া বৃথা যেতে পারে না। আমি যেখানেই গিয়েছি সেখানেই সকলে আমাকে জিজ্ঞেস করতো ইংলিশদের আসা, না আসা নিয়ে। সবাই বলেছিল তারা কবে আসবে? কবে এদেশের মাটিতে আরেকটি সিরিজ আয়োজিত হবে? তাদের চাওয়া, তাদের দোয়া বৃথা যায়নি। সঠিক সিদ্ধান্ত নিয়েই ইংল্যান্ড বাংলাদেশে আসছে।’ প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান বিসিবি সভাপতি, ‘আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, তিনি নিজেই নিরাপত্তার বিষয়গুলো তদারকি করেন। এর আগেও দেখেছি (অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ইস্যুতে) তিনি নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমাদের পরিকল্পনা অনুযায়ী সফরকারী দলটিকে নিরাপত্তা দেওয়া হবে। যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করা হবে।’ ইংল্যান্ড দলের সঙ্গে তাদের সমর্থক আর দেশটির সংবাদকর্মীদের প্রসঙ্গে পাপন বলেন, ‘বাংলাদেশ সফরে আসা ইংলিশ সমর্থক এবং তাদের সাংবাদিকদের আমরা পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিচ্ছি। যে প্ল্যান তাদের প্রতিনিধি দলকে দিয়েছি, তারা চাইলে তার থেকেও বেশি নিরাপত্তা দেওয়া হবে। আমরা মানসিক দিক দিয়ে সেভাবেই প্রস্তুত।’ বিসিবি সভাপতি সংবাদ সম্মেলন করার আগেই ইএসপিএন-ক্রিকইনফোকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জানান, ‘আমরা ইসিবিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দিতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই বংলাদেশ সরকার ও সরকারের অন্যান্য সব প্রতিষ্ঠানকে, যারা ইংল্যান্ডের সফরকে কেন্দ্র করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ইসিবি ইংল্যান্ড দলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তুতি ও নিশ্চয়তার ভিত্তিতেই ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে আবার তাদের ধন্যবাদ প্রাপ্য।’ সঙ্গে যোগ করেন, ‘তারা আমাদের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা রেখেছে। আমরা আশা করি, বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগে ইংল্যান্ডের সফর সুন্দর ও সফলভাবে শেষ করতে পারব।’ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ইংল্যান্ড বাংলাদেশ সফর নিশ্চিত করায় নিরাপত্তা ইস্যুতে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে।’
×