ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২২, ২৭ আগস্ট ২০১৬

টুকরো খবর

খুনীদের গ্রেফতার দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৬ আগস্ট ॥ লক্ষ্মীপুরে বেসরকারী টেলিভিশন চ্যানেল আই’র জনপ্রিয় ধর্র্মীয় কাফেলা অনুষ্ঠানের উপস্থাপক মওলানা নুরুল ইলসাম ফারুকীসহ দেশব্যাপী জঙ্গীবাদ খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শহরের উত্তরবাজারে অবস্থিত প্রেসক্লাবের সামনে প্রধান সড়কের পার্শ্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জেলা শাখার আয়োজনে মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের জেলা শাখা সাধারণ সম্পাদক মওলারা শরীফুল ইসলাম, ছাত্রসেনা জেলা শাখা সভাপতি মাসুম রাব্বানী, সাধারণ সম্পাদক এমএম ফরিদ আলম, মাছুম রাব্বানী প্রমুখ। টেকনাফে অস্ত্রসহ আটক যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে দেশীয় তৈরি এলজিসহ আটক যুবক নুরুল ইসলাম সদর হাসপাতালে মারা গেছেন। তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম (২৬) মারা যান। বুধবার রাত ৮টায় হ্নীলা আলীখালী এলাকা থেকে আটক করে গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছিল স্থানীয় জনতা। নিহত যুবক আলীখালী গ্রামের মকবুল আহমদের পুত্র। এদিকে নিহত যুবকের ভাই জানান, ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের খেলা নিয়ে একই এলাকার কামাল হোসেনের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে তার ভাইকে মারধর করা হয়। তিনি আরও জানান, টেকনাফে ইয়াবা কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতা নুর মোহাম্মদের মৃত্যুর পর অঘোষিত ইয়াবা নিয়ন্ত্রক তারই বেয়াই আলীখালী এলাকার জামাল হোছাইন। চট্টগ্রামে দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে টাইগার পাস রেলওয়ে কলোনি সংলগ্ন বস্তিতে দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় কোন হত্যা মামলা দায়ের হয়নি। তবে খুলশী থানার পক্ষ থেকে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। দুই সহোদর হলো কামরুল ইসলাম (৩৪) ও নুরুল আফসার প্রকাশ লাকি (৩২)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। এদের মধ্যে কামরুল ইসলাম স্ত্রী ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পরও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা দায়ের করেননি। এমনকি নিহতরা মাদকাসক্ত বলে দাবি করেছে কামরুলের স্ত্রী। পুলিশ মৃতদেহ উদ্ধারের সময় ওই কক্ষে মাদক, সিগারেট ও দিয়াশলাই খুঁজে পেয়েছে। কিন্তু নিহতদের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উভয়কে বৃহস্পতিবার রাতেই ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিদ্যুতস্পৃষ্টে কৃষি কর্মকর্তার মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নির্মাণাধীন নিজ বাড়ির পানির মোটরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বিএম মাহাবুব আলম (৫৭) নামের এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে জেলার গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী মহল্লায়। তিনি গৌরনদী উপজেলা কৃষি অফিসের চাঁদশী ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মুলাদী উপজেলার রামারপোল গ্রামের কালু ভূঁইয়ার পুত্র মাহাবুব আলম ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিশন বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার সভাপতি ছিলেন। জঙ্গীবাদের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৬ আগস্ট ॥ সন্ত্রাস-জঙ্গীবাদকে না বলুন, এমন অঙ্গীকার নিয়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে হবিগঞ্জ সদর উপজেলাধীন শায়েস্তাগঞ্জ পৌর প্রেসক্লাব। শুক্রবার দুপুরে প্রেসক্লাব ভবনের সম্মুখে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংশ্লিষ্ট ক্লাবের সভাপতি আব্দুর রকিবের সভাপতিত্বে এবং সেক্রেটারি কামরুজ্জামান আল রিয়াদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, ফিরুজুল ইসলাম চৌধুরী, সমুজ আলী আহমদ, আমির ফারুক আলুকদার, নওরেজুল ইসলাম চৌধুরী, ছুরাব আলী, মঈনুল হাসান রতন, সমীরণ চক্রবর্তী শংকু, সাখাওয়াত হোসেন টিটু, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, এম শামীম চৌধুরী, মিজানুর রহমান সুমন ও শাহিন মিয়া প্রমুখ। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের সবুজ হাওলাদারের দেড় বছরের শিশুপুত্র আবির হোসেন শুক্রবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে। জানা গেছে, খেলার ছলে ওইদিন দুপুরে দেড়টার দিকে আবির বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঠাকুরগাঁওয়ে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৬ আগস্ট ॥ সদর উপজেলার রুহিয়া উত্তরা কালিবাড়ী এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট হতে সৃষ্ট অগ্নিকা-ে আখতারুল ইসলাম নামে এক ব্যক্তির একটি হাসকিং মিল ও গুদাম এবং ৪টি অটোচার্জার গাড়ি ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসকিং মিলের মালিক আখতারুল ইসলাম তার হাসকিং মিলের বিদ্যুত লাইন হতে ৪টি অটোচার্জার গাড়িতে নিয়মিত ব্যাটারি চার্জ দেয়ার সুযোগ দিত। শুক্রবার ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে অগ্নিকা-ের সূত্রপাত হয়।
×