ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে বাবা-মার কবরের পাশে শায়িত হলেন মুহিতুল

প্রকাশিত: ০৪:২২, ২৭ আগস্ট ২০১৬

যশোরে বাবা-মার কবরের পাশে শায়িত হলেন মুহিতুল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী মরহুম আ ফ ম মুহিতুল ইসলামের ঝিকরগাছা এবং মনিরামপুরের কাশিমপুরে জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এসব জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করে। শুক্রবার সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলার বিএম হাই স্কুল মাঠে প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজার আগে মরহুম আ ফ ম মুহিতুল ইসলামকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, শেখ আফিলউদ্দিন এমপি, মনিরুল ইসলাম এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের পক্ষে খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এমপি, কামরুন নাহার লাইলা জলি এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য কামাল হোসেন, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহমুদ হাসান বিপুসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ঝিকরগাছা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরপর মনিরামপুরের কাশিমপুর সরদার বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বাদ জুমা তাদের পারিবারিক গোরস্তানে বাবা-মার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। ফুলের সুবাস চাই স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘বারুদের গন্ধ নয়, ফুলের সুবাস চাই’ সেøাগানকে সামনে রেখে আগামী বাংলাদেশের গর্বিত নাগরিক হত্তয়ার দাবি জানিয়ে শুক্রবার সকাল দশটায় নগরীতে গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে। অশ্বিনী কুমার টাউন হল চত্বরে খেলাঘর শিশু সংগঠন বরিশালের আয়োজনে গণস্বাক্ষর শেষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার শ্যামল মিত্রের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির, জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী সেলিনা, সদস্য ইমরুল রানা, শুভংকর চক্রবর্তী প্রমৃুখ। আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৬ আগস্ট ॥ কলাপাড়া পৌর শহরের বাসন্তী রাণী সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা গেছে, জিওবি ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ছয় কোটি ৮১ লাখ ৩৩ হাজার ৬০৮ টাকা ব্যয় এ কাজটির তদারকি করছে এলজিইডি ডিপার্টমেন্ট।
×