ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পানির চাপে যশোর-খুলনা মহাসড়কে ধস, যানজট

প্রকাশিত: ০৪:২১, ২৭ আগস্ট ২০১৬

পানির চাপে যশোর-খুলনা মহাসড়কে  ধস, যানজট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভবদহের পানির চাপে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় যশোর-খুলনা মহাসড়ক ধসে গেছে। ঝুঁকি নিয়ে মহাসড়কের এই অংশ পার হচ্ছে যানবাহন। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ভারি যানবাহন ধসে যাওয়া সড়ক পার হওয়ার সময় হেলে দুলে পড়ছে। দুর্বল গাড়িগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে। রাস্তায় চার কিলোমিটারব্যাপী যানজট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী বাসের চালক মুরাদ হোসেন বলেন, ‘বিকেল পাঁচটায় ফ্লাইট। এখন চারটা বাজে। এখনও জ্যামে আটকে আছি। সময় মতো পৌঁছুতে পারব কিনা জানি না।’ ঈগল পরিবহনের চালক দোলন হোসেন বলেন, ‘দুই ঘণ্টা আটকে আছি। তীব্র গরমে যাত্রীরা কষ্ট পাচ্ছে। কখন ঢাকায় পৌঁছাব জানি না। গত বৃহস্পতিবার বিকেলে ধসে যাওয়া সড়ক পরিদর্শনে আসেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া। তিনি জানান, ধসে যাওয়া স্থানে ইট ফেলা হচ্ছে। কিন্তু পানি জমে থাকার জন্য তা কাদায় তলিয়ে যাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ইকবাল একই সময়ে সেখানে হাজির হন। তিনি বলেন, ‘গত কয়েকদিনের ভারি বৃষ্টিতে এলাকা জলাবদ্ধ হওয়ায় মহাসড়কে পানি জমে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন পাম্প লাগিয়ে পানি শুকিয়ে রাস্তা সংস্কার করা হবে। এ কাজ করতে একটু সময় লাগবে।’
×