ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২০, ২৭ আগস্ট ২০১৬

টুকরো খবর

মেঘনায় ট্রলারে দস্যুদের হামলা গুলি, অপহরণ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৬ আগস্ট ॥ দ্বীপ উপজেলা মনপুরার মেঘনায় আবারও জেলেদের মাছ ধরা ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়েছে। এ সময় জলসদস্যুরা গুলি ছুড়ে এক জেলেকে অপহরণ করে এবং অপর একটি ট্রলার ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মনপুরার উত্তর পাশের জাংলার চর সংলগ্ন মেঘনায় আড়তদার টিটু ভুঁইয়ার ৬টি মাছ ধরা ট্রলার নদীতে মাছ ধরছিল। হঠাৎ করে হাতিয়া দস্যুবাহিনী মনপুরার জেলে ট্রলারের ওপর হামলা করে। এই সময় দস্যুবাহিনী জেলেদের ওপর র্ছরা গুলি ছোড়ে। দস্যুদের গুলি থেকে বাঁচতে ৫ জেলে নদীতে ঝাঁপ দেয়। পরে দস্যুদল ট্রলারসহ মাছ, জাল ছিনতাই করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় রাকিব মাঝির ট্রলারে হামলা চালিয়ে রাকিব মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। আমিনুল হত্যায় চার আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৬ আগস্ট ॥ চাঞ্চল্যকর আমিনুল হত্যা মামলায় ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মনিরুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন- শফিকুল ইসলাম ওরফে অরণ্য (২৫), তার স্ত্রী মেহজাবিন মুন, শাশুড়ি মৌসুমী ইসলাম ওরফে জ্যোস্না ও খালা শাশুড়ি শিউলী। গত ২০ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জের মুজাহিদনগর এলাকায় রাস্তায় পাশ থেকে গলাকাটা অবস্থায় আমিনুলের লাশ উদ্ধার করে পুলিশ। রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একা থাকতেন। স্ত্রী-সন্তানরা থাকেন বরিশালের মুলাদি থানার গলইভাঙ্গা গ্রামে। অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, হত্যাকা-ের পরপরই আসামিরা পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তি ও নিজস্ব সোর্সের মাধ্যমে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ইটের আঘাতে আহত ব্যক্তির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৬ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোস্তাফা মিয়া (৫৫) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় ঝগড়া থামাতে গেলে প্রতিপক্ষের লোকজন ইট দিয়ে মোস্তফা মিয়ার মাথা থেতলে দেয়। নিহত মোস্তফা মিয়া ওই এলাকার মৃত মাওলানা হবুলের ছেলে। সাভারে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৬ আগস্ট ॥ সাভারে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওয়্যারড্রব ভেঙ্গে স্বর্ণালঙ্কার, টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার ভোরে পৌর এলাকার চাঁপাইন আমতলা এলাকার সৈয়দ মঞ্জুরুল মোর্শেদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, ভোরে ওই বাড়ির একটি কক্ষের জানালার গ্রিল কেটে ডাকাতরা ভেতরে প্রবেশ করে। মানসম্মত প্রাথমিক শিক্ষা অপরিহার্য স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ জাতীয় উন্নয়নের স্বার্থে মানসম্মত প্রাথমিক শিক্ষা অপরিহার্য। প্রাথমিক শিক্ষা সব শিক্ষার ভিত্তি। শিক্ষকদের আন্তরিক উদ্যোগের ফলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব। নিজের ছেলে-মেয়ে মনে করে স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষকদের যতœবান হওয়া উচিত। প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর বাগেরহাটে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাগেরহাট সার্কিট হাউসে শুক্রবার জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন খুলনা বিভাগীয় উপ-পরিচালক একেএম গোলাম মোস্তফা, ডিপিও অশোক কুমার সমাদ্দার, পিটিআই সাপার আবু তহিদ, টিও আবদুল মান্নান, আনিসুর রহমান, ভগিরথ বিশ্বাস, মানস তালুকদার, আমাতুল হাফিজ, হরুন-অর রশিদ প্রমুখ। ভালুকায় বজ্রপাতে কিশোর নিহত নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৬ আগস্ট ॥ ভালুকা উপজেলার পাইলাব গ্রামে বৃহস্পতিবার রাতে বজ্রপাতে রিয়াদ (১৪) নামে এক কিশোর নিহত ও তার বাবা, মা ও ছোট বোন আহত হয়েছে। জানা যায়, ঘটনার রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাব গ্রামের নঈম উদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে একটি মাটির তৈরি টিনশেড ঘরে ঘুমাতে যায়। এ সময় বজ্রপাত শুরু হয়। তাদের ঘরের ওপর বজ্রপাত হয়। এতে রিয়াদ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় রিয়াদের বাবা নঈম উদ্দিন (৪৫), মা নুরজাহান (৩৫) ও ছোট বোন শাপলা (৯) আহত হয়। নওগাঁয় দুই ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৬ আগস্ট ॥ শুক্রবার ভোরে সদর মডেল থানার পুলিশ আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। থানার অফিসার্স ইনচার্জ তোরিকুল ইসলাম জানান, সম্প্রতি নওগাঁ শহরের বরুনকান্দি বাইপাস সড়ক এলাকায় ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে এর সঙ্গে জড়িত ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা ওই ঘটনায় নওগাঁ সদর থানায় বৃহস্পতিবার দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। নওগাঁ সদর থানার ওসির তত্ত্বাবধানে পুলিশ শুক্রবার ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, মৃত আব্দুর রাজ্জাক ওরফে নওয়াজ আলী কবিরাজের পুত্র মোঃ মিন্টু এবং মৃত রাধাচরণ মালাকারের পুত্র চিত্তরঞ্জন মালাকার। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পদ্মায় স্কুলছাত্র নিখোঁজ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী পৌর এলাকার হাটপাড়া ভগবন্তপুর গ্রামে পদ্মা নদীতে গোসলে নেমে দেলোয়ার হোসেন (১০) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে উপজেলার মোহনপুর ইউপির নসিদানপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং হাট গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। শুক্রবার সকালে হাটপাড়া ভগবন্তপুর পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। জানা যায়, নিখোঁজ দেলোয়ার হোসেন তার খালার বাড়ি বেড়াতে এসে একাই পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে হঠাৎ তলিয়ে যায়। এ সময় নদীর পাড়ে থাকা স্থানীয়রা দেলোয়ারকে দীর্ঘক্ষণ উঠতে না দেখে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি টের পায়। ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোমিন (৪৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোমিনের পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে গুরুতর আহতাবস্থায় মোমিন নামে এক নির্মাণ শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিকভাবে তাকে জরুরী ওয়ার্ডে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ১৮ বোমা মেশিন ধ্বংস স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ রোপওয়ের সংরক্ষিত এলাকায় বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনকালে ১৮টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দিনে ও রাতে দু’দফা অভিযান চালিয়ে টাক্সফোর্সের সদস্যরা বোমা মেশিনগুলো ধ্বংস করেছেন। রোপওয়ে এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কতিপয় কর্মচারীর যোগসাজশে এখানে বোমা মেশিনদ্বারা পাথর উত্তোলনের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ৯ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৬ আগস্ট ॥ কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া বাজারে শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৯ দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ৩টায় এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কাঠালিয়ায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থাকলেও এই বাজারে আসার পথে একটি ব্রিজ ভাঙ্গা থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে পারেনি। মাদকসহ আটক দুই স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশ উপজেলা সদরের থানাপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ইয়াবা ও হেরোইনসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- তাড়াশ থানাপাড়া এলাকার সাইদুল ইসলাম ও একই এলাকার রুবেল রানা। প্রতারকের কারাদ- সংবাদদাতা, রংপুর, ২৬ আগস্ট ॥ গঙ্গাচড়া উপজেলায় জিনের বাদশা পরিচয় দানকারী জাকির হোসেন নামে এক ব্যক্তিকে (৪২) এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জাকির হোসেন ফরিদপুর জেলার গোডাউন পাড়া গ্রামের ধলা মিয়ার পুত্র। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ আদেশ দেন। জাকির হোসেন গঙ্গাচড়া বাজার এলাকায় বিভিন্ন লোকের কাছে নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে জিনের মাধ্যমে তাদের সমস্যা সমাধান ও মনোবাসনা পূরণের লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে নিজের স্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত ছিল বলে পুলিশ জানায়। কমিউনিটি হেলথ কেয়ারের মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দ্রুত রায় ও সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নগরীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এ্যাসোসিয়েশনের (দাবি আদায় বাস্তবায়ন কমিটি) আয়োজনে সদর রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভাগীয় আহ্বায়ক সরফরাজ চৌধুরী সভাপতিত্ব করেন।
×