ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশু আইনবিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৪:২০, ২৭ আগস্ট ২০১৬

শিশু আইনবিষয়ক কর্মশালা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে শুরু হয়েছে শিশু আইন ২০১৩-শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ আয়োজনে শুক্রবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব ও জেলা পুলিশের সম্মেলন কক্ষে পৃথকভাবে এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে রয়েছে সিলেট ডিভিশনাল স্পেশাল জজ ফাহমিদা কাদের, স্পেশাল ট্রাইব্যুনাল জজ মুকবুল আহসান এবং জেলা ও দায়রা জজ ইনামুল হক ভূঞা ও প্রকল্প পরিচালক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক নাসরিন বেগম। কর্মশালায় বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
×