ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঠাগার উদ্বোধন

প্রকাশিত: ০৪:২০, ২৭ আগস্ট ২০১৬

পাঠাগার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়ায় শ্রী শ্রী শ্যামাকালি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় গ্রন্থ শিক্ষা বিষয়ে বেদান্ত বিদ্যাপীঠের (পাঠাগার) উদ্বোধন করা হয়েছে। শুক্রবার পিলজংগ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতন কুমার চ্যাটার্জীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বক্তব্য দেন- মুক্তিযোদ্ধা সুবির কুমার মিত্র, প্রভাষক অঞ্জন কুমার দে, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ বটুগোপাল দাশ, প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ প্রমুখ। পরে পবিত্র গীতা বিতরণ করা হয়। পাঠাগারে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ পবিত্র গীতা মহাভারত চ-ি পুরানসহ ধর্মগ্রন্থ শিক্ষা প্রদান করা হবে।
×