ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সোনাতলায় উন্নয়ন ধারার ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৪:২০, ২৭ আগস্ট ২০১৬

সোনাতলায় উন্নয়ন ধারার ত্রাণ বিতরণ

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘উন্নয়ন ধারা’ মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে। কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকা বগুড়া জেলার সোনাতলা থানার তেকানী চুকাই নগর ইউনিয়নের সরাইল গ্রামের চরাঞ্চলে বন্যাদুর্গত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন ধারার প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী চেয়ারম্যান সোহেল আহমেদ খান, ভাইস চেয়ারম্যান শামস জাহান ইতি, কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম শিকদার, উন্নয়ন ধারা বগুড়া জেলার আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সদস্য আবুল কালাম আজাদ মুন্না, তেকানী চুকাই নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শামসুল আলমের পুত্র, উন্নয়ন কর্মী ফজলে রাব্বী, আলোর প্রদীপ সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল ইসলাম এবং স্থানীয় স্বেচ্ছাসেবী যুবকরা। কর্মসূচীর অংশ হিসেবে যমুনার চরে তেকানী চুকাই নগর ইউনিয়নের শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উন্নয়ন ধারার প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী চেয়ারম্যান সোহেল আহমেদ খান বলেন, আমরা কৃতজ্ঞ যারা এই মহৎকাজে সহায়তা করছেন, বন্যার্ত মানুষের জন্য কিছুটা হলেও সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। আমরা দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই। এ জন্য সচেতন সবাইকে এবিষয়ে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। এদিকে উন্নয়ন ধারা কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা আগামী শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সকল সদস্যকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। Ñবিজ্ঞপ্তি
×