ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এ দেশ জঙ্গীবাদের আস্তানা হতে পারে না ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৪:১৯, ২৭ আগস্ট ২০১৬

এ দেশ জঙ্গীবাদের আস্তানা হতে পারে না ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জঙ্গীবাদ তরুণ প্রজন্মের জন্য অশনি সংকেত উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ জঙ্গীবাদের আস্তানা হতে পারে না। বাংলাদেশের মানুষ জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। যারা বাংলাদেশ মেনে নিতে চায় না তারাই জঙ্গীবাদ সৃষ্টি করছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জঙ্গীবাদের কালো থাবার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শুক্রবার সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস জিমনেসিয়াম চত্বরে জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সাইকেল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘জঙ্গীবাদ রুখবেই তারুণ্য’ স্লোগানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সহায়তায় জেলা প্রশাসন জঙ্গীবাদের বিরুদ্ধে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ শোভাযাত্রার আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, এ্যাডভোকেট আবুল হাসেম, চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, কাউন্সিলর গিয়াস উদ্দিন ও মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবু প্রমুখ।
×