ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর আদরের থাপ্পড়ই ছিল অনুপ্রেরণা

প্রকাশিত: ০৪:১৭, ২৭ আগস্ট ২০১৬

বঙ্গবন্ধুর আদরের  থাপ্পড়ই ছিল অনুপ্রেরণা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে দেয়া ৩০ টাকায় আজ স্বাবলম্বী হয়েছেন বরিশালের আনোয়ার হোসেন। ১৯৬৯ সালে কারামুক্ত বঙ্গবন্ধুর দেয়া সেই ৩০ টাকা না পেলে আজ এ পর্যায়ে আসা সম্ভব হতো না আনোয়ারের। বঙ্গবন্ধুর আহ্বানেই আনোয়ার হোসেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছেন। এখনও তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন বঙ্গবন্ধুকে। অভাবী সংসারের হাল ধরার জন্য ১৯৬৯ সালের আনোয়ার তাঁর এক আত্মীয়ের কাছে ঢাকায় যান। ওই আত্মীয় তৎকালীন পাকিস্তান বেতারের ড. দীন মুহাম্মদের বাসায় রং মিস্ত্রির কাজ করতেন। দীন মুহাম্মদের বাসার পাশেই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন। একদিন আনোয়ার আইচা দিয়ে তৈরি নৌকাসহ বিভিন্ন শো-পিস সামগ্রী নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে যান। সেখানে দেখা হয় বরিশালের আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম মঞ্জুর সঙ্গে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র কারামুক্ত হয়েছেন। আনোয়ার তাঁর কাছে আইচা দিয়ে বানানো পণ্যসামগ্রী নিজ হাতে বঙ্গবন্ধুকে উপহার দেয়ার ইচ্ছা পোষণ করেন। একপর্যায়ে আনোয়ারকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের সামনে। আইচা দিয়ে বানানো নৌকা, বাংলাদেশের মানচিত্র, টেবিল লাইটসহ অন্যান্য শো-পিস সামগ্রী দেখে মুগ্ধ হন বঙ্গবন্ধু। আনোয়ার হোসেন জানান, তাঁর তৈরি আইচার শো-পিস দেখে আনন্দিত হয়ে বঙ্গবন্ধু তাকে আলতো করে আদরের থাপ্পড় দিয়ে বলেন, তুমি কি চাও? তখন তিনি বলেন, বঙ্গবন্ধুর কাছে এসব শো-পিস তৈরির যন্ত্রপাতি কেনার জন্য ৩০ টাকা চেয়েছিলাম। সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু দশ টাকার তিনটি নোট দিয়ে বলেছিলেন, যাও কাজ করে খাও। ওই টাকা দিয়েই আনোয়ার শো-পিস তৈরির যন্ত্রপাতি কিনে কাজ শুরু করেন। বঙ্গবন্ধুর আদরের থাপ্পড় আজও তাঁর কাছে অনুপ্রেরণা হয়ে আছে। Ñখোকন আহম্মেদ হীরা, বরিশাল থেকে
×