ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মনসুরের দাবি আমাকে পূরণ করতেই হয়

প্রকাশিত: ০৪:১৭, ২৭ আগস্ট ২০১৬

মনসুরের দাবি আমাকে পূরণ করতেই হয়

সময়টা ১৯৭০ সাল। পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচনী ডামাডোল বেজে উঠেছে। জাতীয় নির্বাচনের প্রাক্কালে সত্তর সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব এসেছিলেন সিরাজগঞ্জের বিএ কলেজ মাঠে নির্বাচনী জনসভায়। জনসভা উপলক্ষে বঙ্গবন্ধু সিরাজগঞ্জে আসার পর আওয়ামী লীগের তরুণ টগবগে কর্মী আনোয়ার হোসেন রতু বঙ্গবন্ধুকে দেখভাল করার দায়িত্ব পেয়েছিলেন। বঙ্গবন্ধুর সিরাজগঞ্জ সফরের অনেক খুঁটিনাটি বিষয় তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু যমুনা পারের ডাকবাংলো থেকে বেরিয়ে তৎকালীন দলের সাধারণ সম্পাদক ও দলীয় এমপি সৈয়দ হায়দার আলীর হোসেনপুরের বাসায় নাশতা খেতে যাওয়ার সময় সকালে আমাদের আমলাপাড়ার বাসায় হঠাৎ উঠে আমার বাবা-মাকে সালাম করেন। এ সময় আমার ভাই-বোনসহ অপর আত্মীয়স্বজনও উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর মতো বড় মাপের নেতা মহকুমা শহরের এক তরুণ কর্মীর বাসায় ঢুকে সেই কর্মীর বাবা-মাকে সালাম করার ঘটনা তাঁর উদার মানসিকতাই প্রমাণ করে। বিশ্রামের সময় বঙ্গবন্ধুর পা টিপে দেয়ার সুযোগ পেয়েছেন বলে আনোয়ার হোসেন রতু গর্ববোধ করেন। সত্তরের জাতীয় পরিষদের নির্বাচনী এ জনসভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন তালুকদার। এই মোতাহার হোসেন তালুকদারকে বঙ্গবন্ধু মোতাহার মাস্টার নামে চিনতেন। তিনি বেঁচে নেই। সেই জনসভায় উপস্থিত ছিলেন জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী, সৈয়দ হায়দার আলী, এ্যাডভোকেট দবির উদ্দিন আহমেদ প্রমুখ। জনসভায় জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ছাড়া আর কারও বক্তব্য দেয়ার সুযোগ হয়নি। মনসুর আলী তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর কাছে উত্তরাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের যোগাযোগের জন্য যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবি করেন। তিনি বলেছিলেন- ‘বঙ্গবন্ধু, নির্বাচনে আমাদের দল বিজয়ী হলে, আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলে, আপনার কাছে আমাদের একটিই দাবি, তা হলো অবহেলিত উত্তরাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের সরাসরি যোগাযোগের জন্য যমুনা নদীর ওপর সেতু নির্মাণ করে দিতে হবে।’ জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন ‘মনসুর যে দাবি করে তা আমাকে পূরণ করতেই হয়।’ যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিও পূরণ করা হবে। সত্তরের সেই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হলেও তাঁকে ক্ষমতা দেয়া হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধমে দেশ স্বাধীন হলেও পঁচাত্তরে ঘাতকরা তাঁর সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। -বাবু ইসলাম, সিরাজগঞ্জ থেকে
×