ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাজারীবাগে ট্যানারির বর্জ্যে থামছে না পরিবেশ দূষণ

প্রকাশিত: ০৪:১৪, ২৭ আগস্ট ২০১৬

হাজারীবাগে ট্যানারির বর্জ্যে থামছে না পরিবেশ দূষণ

হাজারীবাগের ট্যানারি কারখানায় নানা ধরনের রাসায়নিক ব্যবহারের ফলে প্রতিনিয়তই দূষিত হচ্ছে পরিবেশ। পরিবেশবাদীরা বলছেন, এ শিল্পকে বর্তমান অবস্থায় রেখে কোনো ভাবেই দূষণ কমানো সম্ভব নয়। তবে সিটি কর্পোরেশন ও চামড়া শিল্প মালিকরা বলছেন, হাজারীবাগের দূষণ রোধে আগের চেয়ে অনেকটাই উদ্যোগী তারা। হাজারীবাগ, নাম শুনলেই ভেসে উঠে রাজধানীর আশপাশ দূষণকারী পুরান ঢাকার এক শিল্প এলাকার ছবি। তবে চার দশকের বেশি সময় ধরে এই এলাকায় ক্ষুদ্র ব্যবসা করে আসা নুরু মিয়ার মতে, অনেকটাই কমে গেছে হাজারীবাগের দূষণ। এই হাজারীবাগ এলাকায় যারা দিনের বেশিরভাগ সময় কাটান নানা কারণে। তারা অভ্যস্ত হয়ে গেছেন এখানকার পরিবেশের সাথে। তবে তাদের এই অভ্যস্ততা পরিবেশ দূষণের মাত্রা যে বিন্দুমাত্র কমায় না সেই কথা দাবি পরিবেশবাদীদের। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, হাজারীবাগের মাটি ও বায়ু, পানি যেমন প্রতিমুহূর্তে মারাত্মক দূষণের শিকার হচ্ছে, তেমনি ট্যানারি থেকে নির্গত লাল, নীল, সাদা-কালো নানা রংয়ের পানি যেখানে গিয়ে পড়ছে দূষণের শিকার হচ্ছে সেই স্থান, সেই অঞ্চল। -স্টাফ রিপোর্টার
×