ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুর মহানগরীতে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী

প্রকাশিত: ০৪:১৪, ২৭ আগস্ট ২০১৬

রংপুর মহানগরীতে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার ॥ রংপুর মহানগরীর ৩১নং ওয়ার্ডের ভোকরাম ও তার আশপাশের এলাকায় পুলিশের তালিকাভুক্ত কয়েজন মাদক ব্যবসায়ী প্রাকাশ্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসলেও পুলিশ কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করছেনা। ফলে এলাকায় দিন দিন মাদক সেবনকারীর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। সেই সঙ্গে বাড়ছে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-। ভোকরাম এলাকার কয়েকজন ব্যক্তি জানায় এখানে মাদক সেবন করে পথিমধ্যে পুকুরে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও গত কয়েক মাসে নতুন করে বেশ কয়েকজন ব্যবসায়ী গজে উঠেছে সেখানে। এছাড়াও প্রতিদিনই এখানে এসে মাদক গ্রহণ করছে উঠতি বয়সের যুবকরা। এইসব মাদক সেবির মধ্যে রয়েছে বেশিরভাগই ছাত্র, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষরা। মাদক ব্যবসায়ীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, তাদের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে পারছে না। মুখ খুললে বা প্রতিবাদ করতে গেলে নানাভাবে হুমকির সম্মুখীন হচ্ছে প্রতিবাদকারীরা। এ বিষয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করছে সচেতন এলাকাবাসী। মাদক বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান ভুট্টুর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান তারা সুযোগ পেয়েও ভাল না হয়ে আরও অপরাধ প্রবণতায় লিপ্ত হচ্ছে।
×